SBI Clerk Prelims Admit Card
SBI Clerk Prelims Admit Card

২০২৫ এস বি আই পরীক্ষার এডমিট কার্ড আপডেট

SBI Clerk Prelims Admit Card

SBI Prelims admit card: Sbi পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট , এসবিআই প্রিলিমিনারি পরীক্ষার একটি আনুমানিক তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , কিন্তু ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হবে এই বলে জানিয়েছে  এসবিআই পরীক্ষার কর্মী নির্ধারণকারী সংস্থা । 

ব্যাংক এ রিক্রুটমেন্ট সংস্থার কথা অনুসারে ১০ই ফেব্রুয়ারি থেকে SBI exam prelims এডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে , এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি এক্সামিনেশন পরীক্ষা ১০০ নম্বরের হবে , নির্ধারিত সময় থাকবে ১ ঘন্টা

এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতিঃ

  • প্রথমে sbi.co.in ওয়েবসাইট খুলতে হবে 
  • পরে নিচের দিকে  careers portal এ ক্লিক করুন 
  • তারপর পেজ ওপেন হলে Junior Associate এ ক্লিক করুন 
  • তার ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন 
  • তার পর নিজের লগ ইন ডিটেল দিন 
  • এডমিট কার্ড ডাউনলোড করুন 

 

SBI Clerk Prelims Admit Card download link:
 www.sbi.co.in

 

যে বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হবে
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ
  • নিউমেরি এবিলিটি
  • রিজনিং

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নেগেটিভ মার্কিং রয়েছে চারটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য এক নম্বর কাটা যাবে।

শূন্যপদ

এস বি আই রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের  শূন্যপদ রয়েছে ১৩৭৩৫টি । 

সমগ্র নাম্বারের উপর কত নাম্বার পেলে সফলতা পাবে এর জন্য কোন নাম্বার নির্ধারণ করা হয়নি, প্রথম ধাপের পরীক্ষায় সফলতা পেলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হবে । 

দ্বিতীয় ধাপের পরীক্ষা :

প্রথম পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করলে দ্বিতীয় ধাপের মেইন পরীক্ষা নেওয়া হবে। মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের । 

মেইন পরীক্ষার নাম্বারের ভাগ নিচে দেওয়া হল –
  • জেনারেল অ্যাওয়ারনেস – প্রশ্ন সংখ্যা ৫০ টি , প্রশ্নের মান ১ করে সমগ্র নাম্বার ৫০, সময় ৩৫ মিনিট
  • জেনারেল ইংলিশ – প্রশ্নের সংখ্যা ৪০ টি,প্রশ্নের মান ১ করে, সমগ্র নাম্বার ৪০, সময় ৩৫ মিনিট
  • কোয়ান্টিটিভ অ্যাটিটিউড – প্রশ্ন সংখ্যা ৫০ প্রশ্ন সংখ্যা , প্রশ্নের মান ১ করে , সমগ্র নাম্বার ৫০ , সময় ৪৫ মিনিট
  • রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড – প্রশ্ন সংখ্যা ৫০ সমগ্র , নাম্বার ৬০,  সময়  ৪৫ মিনিট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *