
Table of Contents
ToggleIndian post office gds recruitment 2025
ভারতের পোস্ট অফিসে একাধিক জিডিএস পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে , মোট শূন্য পদ ২১,৪১৩ , post office gds recruitment 2025
গ্রামীণ ডাক সেবক
- যোগ্যতা :মাধ্যমিক পাস
- আবেদন করার সময় : ১০ই ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৩রা মার্চ আবেদন প্রক্রিয়া শেষ হবে
যে সমস্ত ছাত্র-ছাত্রী পোস্ট অফিসে এপ্লাই করার জন্য রয়েছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ , অ্যাপ্লিকেশন বাড়িতে বসে অনলাইনেই করা যাবে নিচে, এপ্লিকেশন করার ওয়েবসাইট দেওয়া হলো , ভারতবর্ষের মোট ২৩ টি রাজ্যের এই রিক্রুটমেন্ট হবে

প্রথমে এপ্লাই করার সময় যারা যে রাজ্যের জন্য এপ্লাই করবে সেই রাজ্যে ক্লিক করলে নিজের জেলা বেছে নিতে হবে সেখানে গিয়ে তোমরা পোষ্টের নাম পাবে যেমন-
ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক (Indian Post office GDS) প্রভৃতি
উপরে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করে তোমরা নিজেদের সমস্ত তথ্য দেওয়ার পর এপলাই করতে পারবে, এপ্লাই করার শেষ তারিখ ২৩টা মার্চ ২০২৫ . এপ্লাই করার কিছু দিন পর তোমার নিজের এডমিট পাবে ।
বেতনঃ পোস্ট আফিস এর আফিসিয়াল ওয়েবসাইট এ এখন পর্যন্ত কোন বেতন কাঠামো আপডেট দেওয়া হয় নি । তবে আফিসিয়াল ওয়েব সাইট এ কিছু দিনের মধ্যে আপডেট দেওয়া হবে ।
আমাদের ওয়েব সাইট দ্বারা আপনি উপকৃত হলে টেলিগ্রাম এ যুক্ত হন ।