Jio recharge Offer
Jio recharge Offer

Jio recharge offer:মাত্র ১৫৫ টাকায় জিওর দুর্দান্ত প্ল্যান , সঙ্গে থাকছি জিও সিনেমার সাবস্ক্রিপশন

Jio recharge Offer
Jio recharge Offer

Jio তার Jio Phone গ্রাহকদের জন্য একদম কম দামে নিয়ে এসেছে  একাধিক jio recharge offer  সুবিধা সহ একাধিক প্ল্যান। আপনি যদি সস্তা দামে প্রতিদিন ডেটা এবং কলিং রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, তবে তবে অবশ্যই পুরোটা করুন ।

১৫৫ টাকার কম দামের এই প্ল্যানে আপনি প্রতিদিনের ডেটা এবং জিও সিনেমা এর ফ্রি একসাথে পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে একাধিক সস্তা প্ল্যান, এর নিচে সুবিধাযুক্ত প্ল্যান রয়েছে ৭৫ টাকায় ।  আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে আপনি কি কি সুবিধা পাচ্ছেন । 

75 টাকার প্ল্যান 

যেকোনো দোকান থেকে বা নিজের ফোন পে থেকে আপনি ৭৫ টাকার প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাচ্ছেন ২৩ দিনের ভ্যালিডিটি । এই রিচার্জে আপনি  প্রতিদিন ১০০ MB ডেটা ব্যালেন্স পাচ্ছেন । এই প্ল্যানটি আপনি ফোনে রিচার্জ করলে সঙ্গে আপনাকে অ্যাডিশনাল প্ল্যান হিসেবে ২০০ এমবি অতিরিক্ত ডাটা দেওয়া হবে । প্ল্যানের সাথে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ৫০ টি SMS ফ্রি পাবেন। আরো আপনাকে জানিয়ে রাখি এই রিচার্জে আপনি জিও সিনেমার অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ জিও সিনেমার ফ্রি সাবস্ক্রিপশন পাচ্ছেন । 

বিভিন্ন ধরনের নিত্য নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে নিচে দেওয়া লিংকে আমাদেরকে সাথে যোগ দিন 

আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here

125 টাকার রিচার্জ প্ল্যান কি থাকছে ?

১২৫ টাকার এই জিও প্ল্যানে ২৩ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আপনি আপনার নিজের মোবাইল থেকে এই প্লানের ভ্যালিডিটি চেক করতে পারবেন , মোবাইলে জিও অ্যাপস এ গিয়ে আপনার নাম্বার টাইপ করে প্ল্যান চয়েস করলে আপনি এই প্ল্যানগুলোকে দেখতে পাবেন , এই  প্ল্যানে প্রতিদিন ০.৫  জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং (যেকোন নাম্বারে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন) এবং ৩০০ ফ্রি SMS এর সুবিধা। এই প্ল্যানের সাথে জিও সিনেমা এর ফ্রি এক্সেসও থাকেছে।

152 টাকার প্ল্যান কি থাকছে ?  

রিলায়েন্স জিওর এর ১৫২ টাকার রিচার্জ প্ল্যানেও ২৮ দিনের বৈধতা পাচ্ছেন। এতে আপনি প্রতিদিন ০.৫  জিবি ডেটা পাবেন। এছাড়া কোম্পানি এতে ৩০০  ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং সুবিধা অফার করছে। এই রিচার্জ প্ল্যানে জিও সিনেমার ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *