amitabh-bachchan
amitabh-bachchan

Amitav Bachchan : কি করতেন ফ্লিম জগতে আসার আগে ?

amitabh-bachchan

আমরা অমিতাভ বচ্চনকে ছোট বড় সকলেই চিনি। তার নাম,যশ,খ্যাতি নিয়ে ওয়াকিবহাল গোটা বিশ্ব।এত বড় তারকা তবু তিন বছর কষ্ট সহ্য করতে হয় তাকে । অমিতাভ বচ্চন বা বিগ বি হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা,প্রযোজক, টেলিভিশন উপস্থাপক।

 

জন্ম ও শিক্ষাঃ 

তিনি 11 অক্টোবর 1942 সালে এলাহাবাদ ব্রিটিশ ভারতে (বর্তমানে প্রয়াগরাজ,উত্তরপ্রদেশ ভারত) জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 81 বছর। তার পিতা ছিলেন কিংবদন্তি কবি হরিবংশ রায় বচ্চন এবং মাতা হলেন সমাজ কর্মী তেজি বচ্চন।দশম শ্রেণী অব্দি তিনি এলাহাবাদ বয়েস স্কুলেই পড়াশোনা করেছেন তার পর তিনি নৈনিতালের শেরউড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি চলে আসেন দিল্লিতে এবং সেখানেই তিনি তার পড়াশোনা শুরু করেন। দিল্লির কিরোরি মাল কলেজ এ বিজ্ঞান বিভাগে ভর্তি হন এই তারকা। বিজ্ঞান বিভাগের পড়াশোনা তে তার মন বসেনি তাই স্নাতক স্তরে উঠে পদার্থবিদায় তিনি ফেল করেন।

পরবর্তী জীবনঃ 

তার পর অনেক কষ্টে 1962 সালে স্নাতক পরীক্ষায় পাস করেন। কেরিয়ার শুরুর প্রথম দিকে তাকে অনেক বিফলতার সমুখীন হতে হয়।তার কর্মজীবনের প্রথম দিকে তার কন্ঠস্বর মানানসই না হওয়ার কারণে অল ইন্ডিয়া রেডিও তাকে প্রত্যাখ্যান করেছিল।

এরপর 1969 সালের প্রথম দিকে তিনি পুনরায় তার কর্মীজীবন শুরু করেন এবং তার প্রথম অভিনয় ছিল 1969 সালে সাত হিন্দুস্থানি, তারপর তিনি 1971 সালে আনন্দ নামে একটি চলচিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি সেরা সহ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।তার প্রথম অভিনীত বাংলা চলচ্চিত্র হলো অনুসন্ধান।

এরপর তিনি অনেক হিন্দি চলচিত্রে অভিনয় করেন প্রায় 200 টির বেশি। তার বেশ কিছু জনপ্রিয় হিন্দি চলচিত্র হলো শোলে,জাঞ্জির, অমর আকবর অ্যান্টনি, কাল পাথর,ডন, অগ্নিপথ,দিওয়ার প্রমূখ ।১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে “একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প” বলে অভিহিত করেন।

বচ্চন তার কর্মজীবনে অসংখ্য প্রশংসা জিতেছেন, যার মধ্যে সেরা অভিনেতা হিসেবে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও পুরস্কার অনুষ্ঠানে অনেক পুরস্কার রয়েছে। তিনি ষোলটি ফিল্মফেয়ার পুরষ্কার জিতেছেন এবং ফিল্মফেয়ারের যে কোনও বড় অভিনয় বিভাগে তিনি সর্বাধিক মনোনীত অভিনয়শিল্পী।

১৯৮০-এর দশকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।এছাড়া কৌন বনেগা ক্রোড়পতি এটি একটি ভারতীয় রিয়ালিটি / গেম শো প্রথম শুরু ২০০০ সালে,অমিতাভ বচ্চন উপস্থাপন করেছিলেন এবং এটিই অমিতাভ বচ্চনের প্রথম ভারতীয় টেলিভিশনে উপস্থাপনা। যা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

বিবাহ

3 জুন 1973 সালে তিনি জয়া বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এবং প্রায় এই সময়ে তারা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।অমিতাভ বচ্চনের এক ছেলে অভিষেক বচ্চন, তিনি একজন ভারতীয় জনপ্রিয় । 

বাড়িঃ

বর্তমানে তার বাড়ির নাম জলসা , এটি মুম্বাইয়ের এক ঐতিহ্যপূর্ণ স্থান  । 

অমিতাভ বচ্চনের মাসিক আয় কত?

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমিতাভ  উপার্জন করেন প্রতি মাসে ৩০ কোটি টাকা । অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন এর  মাসিক আয় ৩৫ লক্ষ টাকা। টেলিভিশন পর্দায় একটি অন্যতম জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের প্রতি পর্বের জন্য তিনি চার কোটি টাকা ধার্য করেন । এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের মাধ্যম থেকে জানা যায় তিনি প্রতিটি সিনেমা পর্যায় অভিনয় করার জন্য ছয় কোটি টাকা নিয়ে থাকেন ( তথ্যসূত্রঃ বিভিন্ন সংবাদমাধ্যম ও ইন্টারনেট ) 

অমিতাভ বচ্চনের প্রথম চলচ্চিত্রের নাম কি ?

প্রথম দিকে অমিতাভ বচ্চন একাধিক সিনেমাতে অভিনয় করার সুযোগ পেলেও , পরবর্তীকালে তিনি হিন্দুস্তানি নামে একটি চলচ্চিত্রে ১৯৬৯ সালে প্রথম অভিনয় করেছিলেন । 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *