বর্তমানে লোকসভা ভোটের মধ্যখানে আবহাওয়া ও গর্জে উঠেছে, তাপমাত্রাও দিনের পর দিন বাড়ছে , গতকাল ২৫ এ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি , সেই সঙ্গে রয়েছে আর দ্বিতীয় দফার ভোট ।
আজ শুক্রবার, আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২° , সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে । প্রয়োজন ছাড়া সকাল দশটার পর বাড়ি থেকে না বেরোনোর সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর ।
আজ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ শতাংশ , এবং বায়ুর চাপ ১০১০ মিলবার, তাই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই । আজ ভোর পাঁচটা নয় সূর্যোদয় হয়েছে, সন্ধ্যা ছটা ছয় সূর্যাস্ত হবে ।
চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আগামী তিন দিনে আরও বাড়বে তাপমাত্রা। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। এর মধ্যে মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
mbangla is an online Portal, We daily give you various content about gov job vacant , government scheme ,announcement, Employment and Education, Banking and others related updates news.