realme-gt5-pro
realme-gt5-pro

New launch Mobile: চমকে দেবে রিয়েল মি এর এই ফোন , এত কম দামে এত ফিচারস?

realme-gt5-pro
Realme Mobile

মোবাইল ছাড়া মানুষ বর্তমানে নেই বলতে গেলেই চলে , আর সত্যি করে বলতে গেলে মোবাইল ছাড়া চলা অসম্ভব , মোবাইল  এখনকার দিনে মানুষের জীবনের এক সঙ্গী , বর্তমানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মোবাইল বাজারে  চলছে 

 

এরই মধ্যখানে Realme কোম্পানি নিয়ে এসেছে এক নতুন ধরনের ফোন , এই ফোনে রয়েছে একাধিক ফিচারস , বাজারেই ফোনের যা দাম রেখেছে সেটিও সামঞ্জস্যপূর্ণ । এই মোবাইলটি লঞ্চ করতে চলেছে ২০২৪ সাল এপ্রিল মাসে । 

Realme GT 5 Pro 

 রিয়েলমি কোম্পানির লঞ্চ করতে চলেছে এপ্রিল মাসে ২০২৪ । এই মোবাইলে রয়েছে অসাধারণ ফিচারস । বর্তমানে অনুমান করা যাচ্ছে এই মোবাইলের দাম রাখা হবে ৩৮ থেকে ৩৯  হাজার । 

এই মোবাইলে যা যা থাকছে ( Specification):

আমুলেট ডিসপ্লে

মোবাইল স্ক্রিনের মাপ – ৬.৭৮ ইঞ্চি

রেজুলেশন – ১২৬৪*২৭৮০

ওজন – ২১৮ গ্রাম

রং- কালো লাল ও খয়েরি

সেন্সর – LYT-T808

ব্যাটারি- ৫৪০০ মেগাহাজ

ফোনের মধ্যে থাকা জায়গা – ২৫৬ জি বি 

Qualcomm Snapdragon 8 Gen 3

realme GT5 Pro ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এই চিপে Snapdragon X75 5G Modem ইন্টিগ্রেটেড রয়েছে, যা ফাস্ট ইন্টারনেট এবং 5জি ইন্টারনেট ব্যাবহার করতে সক্ষম। এই প্রসেসর থাকার কারণে realme GT5 Pro ফোনটি LPDDR5x RAM এবং UFS 4.0 Storage সাপোর্ট করতে পারবে।

50MP  camera

realme GT5 Pro ফোনের লঞ্চ ডেট এবং প্রসেসর সম্পর্কে জানানোর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে এতে Sony IMX890 সেন্সর থাকবে। এই 50 মেগাপিক্সেল সেন্সর 1/1.56″ সাইজের হবে এবং এটি এফ/2.6 অ্যাপার্চারে কাজ করবে। এতে 3x optical zoom, omni-directional focus সহ OIS এবং EIS সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme GT 5 Pro ফোনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং লাইট সেন্সেটিভ পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

এই মোবাইলটি যেহেতু বাজারের নতুন লঞ্চ করেছে, বাজারে সেভাবে এখনো পর্যন্ত সঠিক দাম নির্ধারিত হয়নি, তবে অনুমান করা যায় এই মোবাইলের দাম ভারতীয় মুদ্রায় ৩৮০০০ হাজারের কাছাকাছি হবে

হ্যাঁ এই মোবাইলে রয়েছে পাঁচ হাজার মেগাহাজ  ব্যাটারি

এই মোবাইল পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ নয়  

Toggle Content

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *