Mukhes ambani:শিল্পপতি হওয়ার আগে কি করতেন মুখেশ আম্বানি

পিতা ও মাঃ তার পিতার নাম ধীরুভাই আম্বানি এবং মাতা কোকিলাবেন আম্বানি। গুজরাটির একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আম্বানি। তার ছোট ভাই অনিল আম্বানি সহ আরো দুইবোন রয়েছে নিনা ভদ্রশ্যাম কোঠারি এবং দীপ্তি দত্তরাজ সালগাঁওকর।

বাড়িঃ মুখেশ আম্বানির ২৭ তলার এই বাড়ি টির নাম আন্তিলা । যার বর্তমান মুল্য প্রায় ১৫০০০ কটি । বাড়ি তে কোন এ সি না থকার সত্তেও এসি এর তাপ মাত্রা বজায় থাকে । বাড়ির আয়তন প্রায় ৪০০,০০০ স্কয়ার ফিট

বিবাহঃ ১৯৮৫ সালে তিনি নীতা আম্বানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র যথা- বড় পুত্র আকাশ আম্বানি এবং ছোট পুত্র অনন্ত আম্বানি রিলায়েন্স জিও ইনফোকমের কৌশলগত বিভাগের প্রধান।ও এক কন্যা ইশা আম্বানি।

বর্তমানে তার ব্যাবসাঃ বর্তমানে তিনি একজন ভারতীয় শতকোটিপতি ব্যবসায়ী। তিনি একজন দূরদর্শী ব্যবসায়ী যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক।

বিখ্যাত কোম্পানির নামঃ পরবর্তী বছরগুলোতে তিনি যে কোম্পানি এর প্রতিষ্ঠা করেছেন  টেলিকমিউনিকেশন, বিনোদন এবং সম্পত্তি ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে।রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, তেল ও গ্যাস অনুসন্ধান টেলিকমিউনিকেশন, বিনোদন এবং সম্পত্তি ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে।