
দীর্ঘ অপেক্ষার পর ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল । বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী থাকলেও, বিভিন্ন জেলার মধ্যে আমাদের সেই পাহাড়ি জেলা কালিম্পং মাধ্যমিক রেজাল্টের পাসের হারের বিচারে আজ সর্বোচ্চ, অর্থাৎ কালিম্পং জেলায় মাধ্যমিক পাশের হার সবথেকে বেশি।
Table of Contents
Toggleপ্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রঃ
এ বছর মাধ্যমিকে মেধা তালিকাতে প্রথম দশ জনের মধ্যে রয়েছে 57 জন। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল প্রাকশের দিন কৃতিদের নাম ঘোষণা করেন। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রচুর সেন । কুচবিহার জেলার রাম ভোলা হাই স্কুলের ছাত্র সে । তার প্রাপ্ত নম্বর 693 । শতাংশের বিচারে ৯৯ শতাংশ ।
অন্যদিকে দেখতে গেলে পুরো পুরুলিয়া জেলাও পিছিয়ে নেই , ঠিক যেমন কুচবিহার জেলার যেমন প্রথম স্থান অধিকারী ছাত্র কুচবিহার জেলার নাম উজ্জ্বল করেছে , ঠিক এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জেলার সৌম্যপ্রিয় গুরু , যার প্রাপ্ত নাম্বার ৬৯২ , ৯৮ শতাংশ ।
পাশের হারঃ
এবছরের মাধ্যমিক পরীক্ষার পাশের শতাংশ ছিল ৮৬.২০১৫%
আগামী বছরের পরীক্ষা সংক্রান্ত তথ্যঃ
প্রতি বছরের মত , মাধ্যমিকের মেধা তালিকা ঘোষণার পরই জানিয়ে দেওয়া হয় পরের বছর মাধ্যমিকের দিনক্ষণ।এ বছর অবশ্য সে পথে হাটলনা মধশিক্ষা পর্ষদ।
তবে 12 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে 2025 এর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা,শেষ হবে 24 ফেব্রুয়ারি।যদিও এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা একটি ‘Indicative Date’। এখনও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু স্থির করা হয়নি। পরে চূড়ান্ত হলে তা জানান হবে।
তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুমানিক ধারণা দিয়েছেন আগামী বছরে কোন কোন দিনে কোন কোন পরীক্ষা হতে পারে -এক নজরে দেখে নেওয়া যাক কী কী?
পরীক্ষার দিনঃ
১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা,
১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা,
১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা,
১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা,
১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান,
২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি অংক
২৮ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়
তবে সূত্রের খবর, শিক্ষামন্ত্রী টানা পরীক্ষার সুচি ঘোষণা করলেও ওই সপ্তাহে মাঝে বেশ কয়েকটি নির্ধারিত সূচী রয়েছে। ফলে ওই দিনক্ষণ পরিবর্তন করা হতে পারে।
গতবছরের তুলনায় এ বছরে মাধ্যমিক পরীক্ষার পাশের হার অনেক বেড়েছে , মেধা তালিকার প্রথম দশে রয়েছে ৫৭ জন । এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি।