
Weather forecast: রবিবার থেকে নামছে দক্ষিণবঙ্গে বৃষ্টি : দিনের পর দিন যে হারে গরম বাড়ছে যেন সহ্য সীমার বাইরে, সমগ্র দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গতেও তাপমাত্রা বেড়েই চলেছে, গত কয়েকদিন থেকে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে ।
পূর্বের বছরগুলোতে ফিরে গেলে এমন তাপমাত্রা ১৯৮০ সালের পর পুনরায় ফিরে এসেছে , সামান্য বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ , কিন্তু বৃষ্টি আর কোথায় । বৃষ্টির অপেক্ষায় রয়েছে বহু মানুষ ।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে , রবিবার থেকে বঙ্গে নামছে বৃষ্টি । কমবে তাপমাত্রার পারদ। এমনকি আজ দিনের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় কম।
সমগ্র দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে , এমনকি আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে কি আসছে সে স্বস্তির আভাস ।
কালবৈশাখীর আবাস বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ?
- নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাস ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।
- উপরে উক্ত জেলাগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কমবেশি ছিটে ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে এই বৃষ্টিপাতের কারণে সমগ্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম হবে ।
- তাপমাত্রা অনেকটাই কমে আসবে তাই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।
- আগামীকাল থেকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ অতিরিক্ত তাপমাত্রা কবল থেকে রক্ষা পাবে এমনটাই মনে করা হচ্ছে ।
- আজ কলকাতা তাপমাত্রার গত কিছুদিনের থেকে কিছুটা কমেছে ।
- তবে শনিবার ও রবিবার দুপুর পর্যন্ত তা প্রবাহ চলবে বলেই মনে করা হচ্ছে
রবিবার থেকেই তাপমাত্রা কমবে শহর কলকাতার। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবারও তাপমাত্রা কমেছিল।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।