SSC recruitment case hearing today: আজ সুপ্রিম কোর্টে এস এস সির শুনানি
#image_title

SSC recruitment case hearing today: আজ সুপ্রিম কোর্টে এস এস সির শুনানি

Image Source : newsclick.in

SSC Recurtment case hearing today:এস এস সি কেস নিয়ে বহুদিন থেকে বাংলায় চলছে তোলপাড়, বহু শিক্ষক শিক্ষিকা ও  এসএসসি থেকে নিয়োগ প্রাপ্ত অন্যান্য কর্মীরা হাইকোর্টের রায় চাকরি হারা ।

হাইকোর্টের ২৬ হাজার শিক্ষকের চাকরি গেছে, এই কারণে তারা শহীদ মিনারের সামনে ধরনায় বসেছে , চাকরি হারানোর পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এসেছি সুপ্রিম কোর্টে পুনরায় শুনানির জন্য আবেদন জানায় , সেই শুনানি আজ ।

চাকরিহারা শিক্ষকরা এসএসসির কাছে একটাই আবেদন যোগ্য ও অযোগ্য সমস্ত প্রার্থীদের ও এম আর  যাতে সুপ্রিম কোর্ট এর কাছে পেশ করা হয়

এই সর্বোচ্চ আদালতের আজ শুনানির দিকে তাকিয়ে বহু চাকরি হারা । কিন্তু প্রশ্ন একটাই কে যোগ্য আর কে অযোগ্য এই তথ্য এসএসসি প্রকাশ না করাই , আগেই হাইকোর্ট ২৬ হাজার শিক্ষকের চাকরির পুরো প্যানেল বাতিল করেছেন

তাহলে আজ সোমবার , তাদের মনে একটাই প্রশ্ন তারা কি আশার আলো দেখতে পাবে সর্বোচ্চ আদালয়ের আদালতের শুনানিতে ?

শুনানির সময় :

কখন হবে শুনানি সকালে না সন্ধ্যায়? সকলের নজর দিল্লির সর্বোচ্চ আদালতের  শুনানির দিকে

সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, তাই  বিচারালয়ে একটা সোনানি নয় একাধিক শুনানী রয়েছে, এই এস এস সির শুনানির ৩০ নম্বরে রয়েছে, তাই আশা করা যায় এই দেশের শুনানি হতে দুপুর গড়িয়ে যাবে

তবে কি যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছে এসএসসি

এরই মধ্যে জানা যায় প্রধানমন্ত্রী যোগ্য অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করতে একটি লিগেল সেল তৈরি করেছেন বিজেপি

চাকরি হারাদের বক্তব্য:

হাইকোর্টের নির্দেশে চাকরিহারা সুমন বিশ্বাস জানান, ‘মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন, তিনি যোগ্যদের পক্ষে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে এসএসসি যোগ্য – অযোগ্যদের আলাদ তালিকা দিক।’  হাইকোর্টের নির্দেশে অপর চাকরিহারা সায়নী রায় হালদার এই ঘটনার জন্য দায়ী  SSCকেই।  তাঁর দাবি,’এদের জন্য আমাদের এই অবস্থা। কাল যে শুনানি, আমরা প্রত্যাশা করব, যোগ্য-অযোগ্যদের তালিকা SSC দেবে, আমার বিশ্বাস আগামীদিন ন্যায় বিচার পাব।’

বর্তমানে এসএসসি কি করতে চলেছে, এবং সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে তার দিকে তাকিয়ে সমস্ত চাকরি হারারা।

আরো পড়ুন:

SSC Recurtment Case: যোগ্য অযোগ্য প্রার্থী বাচাই তালিকা প্রস্তুতি

Supreme Court: শহীদ মিনারের চাকরি হারা শিক্ষকদের অনশন , কি বলছে সুপ্রিম কোর্ট?
Join our official telegram channel

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *