SSC recruitment Case hearing postponed:  এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনরায় পিছিয়ে দিল
#image_title

SSC recruitment Case hearing postponed:  এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনরায় পিছিয়ে দিল

SSC case

SSC recruitment Case hearing postponed এস এস সি কেস নিয়ে  গোটা ভারত বর্ষ তোলপাড়, বহু শিক্ষক শিক্ষিকা ও  এসএসসি থেকে নিয়োগ প্রাপ্ত অন্যান্য কর্মীরা হাইকোর্টের রায়ে চাকরি হারা ।

হাইকোর্টের নির্দেশে ২৬  হাজার চাকরি গেলেও, সেই রায়কে পুনরায় চ্যালেঞ্জ করে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়। সেই মামলার আজ ৬ এ মেয়ে রায় দেওয়ার কথা ছিল । সেই রায় কি হবে এই নিয়ে প্রায় ২৬ হাজার শিক্ষক  কর্মীরা সেই দিকে তাকিয়ে ।

শুনানির তারিখ

দুর্ভাগ্যবশত সেই রায়ের আজ ৬ ই মে কোন  সুরাহ মেলেনি । এই রায় নিয়ে পুনরায় আগামীকাল ৭ই  মে সকাল দশটার সময়  কোর্টের শুনানি শোনানো হবে ।

অনেকের মনে একই প্রশ্ন এই রায় কি চাকরি হারা শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দেবে না হাইকোর্টের রায় ই বহাল থাকবে।

চাকরিহারা শিক্ষকরা এসএসসির কাছে আবেদন করেছে এসএসসি যেন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পুরো তালিকা সুপ্রিম কোর্টের কাছে পেশ করে ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে আপাতত শুধু  শিক্ষকদের পুরো তালিকা পেশ করতে চলেছে SSC।

সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য-অযোগ্যদের ফারাক বোঝাবে কমিশন। সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করবে বলে সূত্রের খবর।

আরো পড়ুন

SSC recurtment case hearing today: আজ সুপ্রিম কোর্টে এস এস সির শুনানি

SSC Recurtment Case: যোগ্য অযোগ্য প্রার্থী বাচাই তালিকা প্রস্তুতি


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *