
Madhyamik result news update : সবে মাত্র মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে , প্রথম ১০ স্থানে রয়েছে ৫৭ জন । বীরভূমের ইলামবাজার কামারপাড়া গ্রামের বাসিন্দা পুষ্পিতা আবারো প্রমাণ করলো সবকিছুর ঊর্ধ্বে হলেও মেধা ও মনের ইচ্ছা । গত বছরের তুলনায় এ বছরের পাশের হারও বেড়েছে । এবারে পাশের হার ৮৬.৩১ শতাংশ। গতবছর অবশ্য পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।
একাধিক ছাত্র-ছাত্রী ভালো রেজাল্টের পিছনে তার বাবা-মায়ের এবং গৃহ শিক্ষকের অবদান থাকে অনেকটাই কিন্তু একমাত্র ব্যতিক্রম পুষ্পিতা যার কোন গৃহ শিক্ষক ছিল না , শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়েই এত সুন্দর ফলাফল তার ।
প্রাপ্ত নাম্বার ও স্কুলের নাম :
তার মোট প্রাপ্ত নাম্বার ৬৯১ ।বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেড গভঃ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে সে।
অভাবের সংসারে পুষ্পিতার জন্য রাখা হয়নি কোনো গৃহশিক্ষক । ভরসা বলতে তার বাবা-মা, স্কুল, ও সঙ্গে পাঠ্যপুস্তক । ইলামবাজারে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা। পুষ্পিতার এই সাফল্যের জন্য গ্রামের সকলেই গর্বিত ।
এত সুন্দর রেজাল্ট করলেও আর্থিক অনটন যেন তার ভবিষ্যৎকে ভাবাচ্ছে । ” বাবা সত্যনারায়ণ বাঁশুড়ি বলেন, ” প্রবল ইচ্ছাশক্তি আর জেদকে সম্বল করেই যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলেছে মেয়ে। পুষ্পিতার সাফল্যে উচ্ছ্বসিত সকলেই।”
” পুষ্পিতার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ গোপাল মুখোপাধ্যায় বলেন, “এই সাফল্য সহজ ছিল না। স্কুলের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল মিলেছে। আমাদের আশা পূর্ণ করেছে পুষ্পিতা।”
পুষ্পিতার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর :
বিষয়. নম্বর
বাংলা ৯৭
ইংরেজি ৯৯
ইতিহাস ৯৮
ভূগোল ১০০
ভৌত বিজ্ঞানে ৯৯
জীবন বিজ্ঞানে ১০০
অংক ৯৮
মোট . ৬৯১
কী ভাবে এল এই সাফল্য?
কোনওরকম গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা চালিয়ে গিয়েছে পুষ্পিতা। স্কুলের পঠনপাঠন ছাড়াও দিনে কমবেশি ১০ ঘণ্টা পড়াশোনা করেছে সে। পাঠ্যবই খুঁটিয়ে পড়ার পাশাপাশি উত্তর লিখে শিক্ষক শিক্ষিকাদের কাছে তা চেক করিয়ে নিয়েছে নিয়মিত। আগামীদিন ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা রয়েছে তার। আর সেই জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে সে।
সাফল্যের পিছনে পরিশ্রম :
পুষ্পিতার বাবা ও মা দুজনেই জানিয়েছে ছোটবেলা থেকেই পুষ্পিতা চরম পরিশ্রমে । বেশিরভাগ সময়টা তার পড়াশোনা নিয়েই কাটতো । তার বাবা মার মুখে শোনা যায়, দিনে ১০ ঘন্টা পড়ত পুষ্পিতা।
আরো পড়ুনঃ
Madhamik Exam 2025 rutine: ২০২৫ সালে কবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জানালো পর্ষদ
Higher Secondary Result: কিভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের ফলাফল নিজের মোবাইল থেকে