Allu-arjun
Allu-arjun

Allu arjun: জেনে নিন এক একটি বিজ্ঞাপনে কত কোটি টাকা পান

Allu-arjun

Allu arjun :– অল্লু অর্জুন একজন ভারতীয় তেলুগুভাষী চলচ্চিত্র অভিনেতা।তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিল্পীদের একজন, তার ক্যারিশম্যাটিক শৈলী এবং নাচের জন্য পরিচিত।

alluarjun mbangla
Allu arjun family

যিনি কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। অভিনেতার পাশাপাশি তিনি মডেল, সংগীতশিল্পী, নৃত্যশিল্পীও।1982 সালের 8 এপ্রিল মাদ্রাজ (বর্তমান চেন্নাই ) এ জন্মগ্রহণ করেন।

শৈশব জীবন ও শিক্ষাঃ

পিতা অল্লু অরবিন্দ এবং মাতা নির্মলা অল্লু।অভিনেতা চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে তার স্কুলিং শেষ করে হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ ডিগ্রি নিয়ে স্নাতক হন । চলচ্চিত্রে আসার আগে আল্লু অর্জুন 2002 সালে মুম্বাইতে কিশোর নভিত কাপুরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।তার কাকা চিরঞ্জীবীর পদাঙ্ক অনুসরণ করে, খুব অল্প বয়সে, আল্লু অর্জুন প্রথম ভিজেথা চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন।মুভিটি প্রযোজনা করেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ 1985 সালে।ধীরে ধীরে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন এবং সকলের মনে জায়গা করে নেন।

ভিন্ন নামঃ 

এই অভিনেতার অন্যান্য কিছু নাম আছে সেগুলো হলো-মল্লু অর্জুন,AA,স্টাইলিশ স্টার,আইকন স্টার ইত্যাদি।পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য তিনি দুইটি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার পেয়েছেন এবং আরিয়া ও পারাগু এর জন্য দুইটি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কারে পুরষ্কৃত হন। তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা এ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন। বর্তমানে তিনি জয় আলুক্কাস, কোলগেট, লট মোবাইলস এবং সেভেন অ্যপের পণ্য দূত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারঃ

দ‍্য রাইজ চলচিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

জনপ্রিয় চলচ্চিত্রঃ

তার কিছু জনপ্রিয় চলচ্চিত্র হলো-আর্য (2004),পারুগু (2008) বেদম (2010),জুলায়ি (2012),রেস গুররাম (2014), সররাইনোডু (2016),আলা বৈকুন্ঠপুররামুলু (2020) পুষ্প 1 (2021),পুষ্প 2(2024)।

বিবাহঃ

6 মার্চ 2011 সালে তিনি স্নেহা রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন বছর পর, 2014 সালে, অর্জুন এবং স্নেহার একটি ফুটফুটে পুত্রের জন্ম হয় যার নাম আলু আয়ান। সংস্কৃতে আয়ান নামের অর্থ ঈশ্বরের উপহার। এবং তারপর 2016 সালে তাঁদের একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম হয় তার নাম আরহা।

আয়ঃ

বর্তমানে নাকি আল্লু অর্জুনের পারিশ্রমিক ১০০ কোটিতে পৌঁছেছে। জানা যাচ্ছে তাঁর বার্ষিক গড় আয় ৯০ কোটি। বিজ্ঞাপনের জন্য তিনি পারিশ্রমিক নেন ১০ কোটি টাকা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *