
Data entry operator , ডেটা এন্ট্রি অপারেটর পদে একাধিক কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার (WB DEO Recruitment 2025) । রাজ্যে ডিএম অফিসের তরফে কর্মী নিয়োগ করা হবে যেখানে বিভিন্ন জেলার ছেলে-মেয়ে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন , কত বেতন, কত পদ খালি রয়েছে শেষ তারিখ কত সবকিছু জানতে পুরোটি পড়ুন। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সমস্ত কিছু তথ্য দেওয়ার সাথে সাথে অফিশিয়াল নোটিফিকেশনও আপনাদের পিডিএফ এ দেওয়া হয়েছে ।
Table of Contents
Toggleকোন সংস্থা Data entry operator নিয়োগ করবে ?
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অফিস অর্থাৎ ডিএম অফিস ডাটা এন্ট্রিক অপারেটর পদে একাধিক ছেলে মেয়েকে নিয়োগ করবে।
পদের নাম:
এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO ( Data entry operator)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা:
ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে তপশীল জাতীয় উপজাতিরা বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাবে , SC/ST প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
বেতন কত?
প্রার্থী বাছাই হওয়ার পর শুরুতেই বেতন হবে ১৬০০০ /-
আবেদন পদ্ধতি:
আপনি আপনার সমস্ত তথ্য নিজের কাছে রেখে অনলাইনে আবেদন করতে পারবেন
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |
2. অনলাইনে ফরম ফিলাপ করার সময় ফর্মের সমস্ত জায়গাতে সঠিকভাবে নিজের তথ্য ইনপুট করুন , যেমন নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, ইমেল, মোবাইক নম্বর ইত্যাদি দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. ফরম ফিলাপ করার সময় পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার রাখুন , অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় রঙিন পাসপোর্ট ছবি আপলোড করার জন্য বলা হবে
4. যাবতীয় ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করুন এবং এগুলি একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
মোট তিনটি ধাপ অতিক্রম করতে হবে কর্মী পদে নিয়োগ পাওয়ার জন্য। যথা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টার্ভিউ।
শেষ তারিখ:
আগামী 25/02/2025 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হলো 09/03/2025।
#Data entry operator Recruitment 2025