
Fraud Love With Nurses: মিথ্যা ডাক্তার এর পরিচয় দিয়ে নার্সের সঙ্গে প্রেম – Mbbs ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে পটিয়ে শ্রী ঘরে বর।
মুর্শিদাবাদের খোরবাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদবাড়ি।আসলে সে পেশায় একজন দুধ বিক্রেতা। কিন্তু সে নিজেকে sskm এর ডাক্তার বলে পরিচয় দিয়ে কল্যাণী এমএস এর এক কর্তব্যরত নার্স সুপ্রিয়া পালকে প্রেমের জালে ফাঁসাই।
ফেসবুকে পরিচয় হয়ে তাদের দুজনের, এরপরে সাক্ষাতে প্রেমালাপ চলতে থাকে।
দীর্ঘ ছয়মাস ধরে চলে তাদের এই প্রেমালাপ।অবশেষে প্রেম থেকে সিদ্বান্ত হয় দুজনের বিয়ের।গতকাল রাতে আসে দুজনের সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ।বিয়ের দিন ঠিক করা হয়
১৮বৈশাখ ১৪৩১ বুধবার। সেই দিন বরযাত্রী সমেত মুর্শিবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে সুপ্রিয়া বাড়ি জয়পুরে।সবকিছু ঠিকঠাকই চলছিল।
হটাৎ সিঁদুর দানের আগে মেয়ের বাড়ির লোক বরযাত্রী র কাছে থেকে জানতে পারে বাপি চাঁদবাড়ি আসলে একজন ভুয়ো ডাক্তার,সে পেশায় দুধ বিক্রেতা । এই খবরে মেয়ের বাড়ির সকলে স্তম্ভিত।এরপরই মেয়ের বাড়ির লোকজন এবং আত্বীয়দের রোষের মুখে পড়ে ভুয়ো ডাক্তার বর ও তার সঙ্গীসাথী।বরকে আটক করে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায় ।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় জয়পুর থানায় পুলিশ ।বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়।প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করা হয় ভুয়ো ডাক্তার বরকে। অভিযোগ পাওয়ার পর সমগ্র ঘটনার তদন্ত করছে জয়পুর থানার পুলিশ।
অভিযুক্তকে আজ ব্রিসপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানার পুলিশের পক্ষ থেকে।বর্তমানে সুপ্রিয়ার বাবা ভৈরব চন্দ্র পাল ,সাংবাদিক দের জানাই তারা ছেলেটির কঠোর শাস্তি চাই।