Higher-Secondary-Result
Higher-Secondary-Result

Higher Secondary result:লোকসভা ভোটের মধ্যে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি সিদ্ধান্ত নিল কাউন্সিল

Higher-Secondary-Result

Higher Secondary Result: ২০২৪ সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি ১৬ ই ফেব্রুয়ারি থেকে ২৯ ই ফেব্রুয়ারি যে পরীক্ষার আয়োজন করেছিল তাতে তথ্যের ভিত্তিতে বলা যায় ৮.৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল , এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনেক পরীক্ষার্থীরাই চিন্তিত , কারণ সামনেই রয়েছে লোকসভা ভোট , অনেকের মনে একই প্রশ্ন লোকসভা ভোটের পরে কি রেজাল্ট বেরোবে না লোকসভার ভোটের মধ্যে রেজাল্ট বেরোবে , এই নিয়ে একাধিক বিভ্রান্ত শুরু হয়েছে । 

অন্যান্য বছরের মতো এই বছরও এর রেজাল্ট ছাত্রছাত্রীরা অনলাইনে ওয়েবসাইটে দেখতে পাবে , গত বছর যে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়েছিল আশা করা যায় এই বছরও ঠিক একই ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পাবে –

https://wbresults.nic.in & https://wbchse.wb.gov.in/   ছাত্র-ছাত্রীরা তাদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মের তারিখ দিলে তাদের রেজাল্ট অনলাইন থেকেই চেক করতে পারবে ।  কিন্তু বিষয় হচ্ছে ছাত্র-ছাত্রীদের আর কতদিন অপেক্ষা করতে হবে এই ফলের জন্য । 

WB HS Result Date 2024:

দীর্ঘ অপেক্ষার পর উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী পরীক্ষার ফলাফল মে মাসের ১০ থেকে ১২ এর মধ্যেই বেরোবে, সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত কয়েকটি বিজ্ঞপ্তি দেখে এরকমই আভাস মনে করছে সংশ্লিষ্ট মহল।

যদিও উপরে লিখিত এই পরীক্ষার ফল প্রকাশের তারিখ কোন অফিশিয়াল নয় , পূর্ণ বিষয় তাই সূত্র মারফত বলে মনে করা হচ্ছে। 

প্রথমত বলে রাখি, যেহেতু চলতি বছরে উচ্চ মাধ্যমিকের ফলাফল বিভিন্ন পরীক্ষকের থেকে অনলাইন মারফতে পর্ষদের কাছে জমা পড়েছিল, তাই ফলাফল প্রকাশের বিষয় অন্যান্য বছরের তুলনায় এই বছর আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে,  অন্যান্য বিগত বছরগুলিতে ফলাফলের জন্য সম্ভাব্য তারিখ দুই থেকে তিন মাস সময় লাগলেও চলতি বছরে অনলাইনের সুবিধার দরুণ তা আরো দ্রুত হতে পারে। তাই সেই অনুযায়ী হিসাব করলে যেহেতু সামনে উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে তাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের ১০ থেকে ১২ এর মধ্যে প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে ।

যদিও সরকারিভাবে কোন প্রকাশের দিন ঘোষণা করা হয়নি তবুও বিভিন্ন তথ্যসূত্র থেকে খবর অনুযায়ী মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে। 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *