
বহু মানুষের ইচ্ছে থাকে! গোটা ভারত বর্ষ ভ্রমণ করার কিন্তু অর্থের অভাবে হয়ে ওঠেনা তাই এখনই জেনে নিন খুব অল্প খরচে কিভাবে গোটা ভারতবর্ষ ভ্রমণ করবেন ।
ফ্লাইটে চড়ার শখ থাকলেও বহু মানুষ অর্থের অভাবে ফ্লাইটে চড়তে পারে না ,এই কথা মাথায় রেখে ভারতবর্ষের অর্থমন্ত্রী “নির্মলা সীতারামন” 2025-26 অর্থবর্ষের বাজেটে ফ্লাইটের টিকিটের দাম আগের থেকে অনেকটাই কম করেছে।
যদিও ফ্লাইটের টিকিটের দাম নির্ভর করে চাহিদার উপর অর্থাৎ আপনি যে তারিখে গন্তব্যস্থলে যেতে চান সেই তারিখের কিছুদিন পূর্বে টিকিট বুক করলে আপনি বর্তমান দাম অপেক্ষা অনেকটাই কমে কিনতে পারবেন ।
বর্তমানে টিকিটের দাম কত চলছে তা দেখার জন্য আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলে ফ্লিপকার্ট ও বিভিন্ন ট্রাভেল অ্যাপ থেকে টিকিটের দাম চেক করতে পারবেন ।
Table of Contents
Toggleটিকিট এর দাম কত কমেছে ?
টিকিট এর দাম কত কমেছে তার দাম সহ নিচে দেওয়া হয়েছে । ধরে নেওয়া যাক আপনি কোলকাতা থেকে দিল্লী যাবেন তার আগে টিকিট এর দাম ছিল ৭১০০ ( যদি আপনি মিনিমাম ৭ দিন আগে টিকিট বুক করেন ) বর্তমানে তার দাম কমে হয়েছে

৮২৪২ টাকা , তা দিন আনুসারে কমে ৪৯১১ হয়েছে । আমরা আপনাদের আগেই জানিয়েছি যে ফ্লাইট এর টিকিট এর দাম তার চাহিদার উপর নির্ভর করে । মধ্যকথা আমাদের এই পোস্ট টি হচ্চে ১০ ই ফেব্রুয়ারি , তার তার দিন আনুসারে টিকিট চার্ট আপনাদের বাম দিকে দেওয়া হয়েছে । যদিআপনারা নিজিও দাম নিজের মোবাইল থেকে দেখতে চান নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করুন ।
বাজেট আনুসারে অর্থমন্ত্রীর কথা আনুসারে ফ্লাইট এর টিকিট এর দাম প্রায় ২০% কমেছে ।
আরো বোঝার সুবিধার জন্য নিচে দুটি ইমেজ দেওয়া হয়েছে , যেখান এ টিকিট এর দাম দেওয়া আছে । এই আরটিকল টি পোস্ট হচ্ছে ১০ ই ফেব্রুয়ারি , টিকিট এর দাম দেওয়া হল ১১ ই ফেব্রুয়ারি ।

