How-to-reduce-electric-bill-for-home-ac
#image_title

How to reduce AC bill :যতখুশি এসি চালান বিল আসবে কম

How-to-reduce-electric-bill-for-home-ac

How to reduce ac bill : –যতদিন যাচ্ছে  গ্রীষ্মের  তাপমাত্রা ততই বাড়ছে , প্রত্যেক বছর যেন পারদের দাগ উপর দিকে ছুই ছুই , তাই অনেকের সামর্থ্য থাকলেও ইলেকট্রিক বিলের কথা ভেবে হয়তো এসির কথা মাথায় আসে না ,

কিন্তু গরমে তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে এসি ছাড়া থাকাও যাবে না , তাই আপনি যদি এসি লাগান অবশ্যই ইলেকট্রিকের বিল কমানোর টিপস মাথায় রাখতে হবে ,

 এসি লাগিয়েও কিছু পদ্ধতি অবলম্বন করে এসির  ইলেকট্রিক বিল কমানো যায়  , তাই নিচের পদ্ধতি গুলো মেনে চললে অবশ্যই এসির বিল কম আসবে

এসি অন করার ১০ থেকে ১৫ আগে  দরজা-জানলা খুলে রাখুন: 

এসি স্ট্যাটার অন করে ২০ সেকেন্ড অপেক্ষা করুন এবং এসি চালানোর কিছুক্ষণ আগে অল্প কিছু সময়ের জন্য আপনার ঘরের সমস্ত দরজা-জানলা খুলে দিন এবং পাখাটাও চালিয়ে দিন।

এই দুটি কাজ করে রাখলে, আপনার ঘরের ভেন্টিলেশন প্রক্রিয়া আরও ভাল হবে এবং বাড়ির মধ্যে থাকা অতিরিক্ত তাপ পাখা চালানোর জন্য বাইরে বেরবে এবং গরমে যে ঘর তেতে থাকে, সেই হিটও বেরিয়ে যেতে পারবে।এই কাজ করে রাখলে, এসি তার কুলিং সিস্টেম তাড়াতাড়ি চালু করতে সক্ষম হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ১০ মিনিট ধরে ঘরের জানলা-দরজা খুলে, পাখা চালিয়ে রাখুন। তার পর এসি অন করুন , এতে এসির কম্পেসার এর উপর কম চাপ পরবে , তখন ঘরটি ঠান্ডা করতে আপনার এসি মাত্র আধ ঘণ্টা বা তারও কম সময় নেবে। 

এসি-র সঠিক তাপমাত্রা সেট করুনঃ

এসি অন করে তার তাপমাত্রা অন্তত ২০ মিনিটের জন্য ১৮ ডিগ্রিতে কুইক কুল মোডে রাখুন এবং তারপরে সেটিকে ২৪ ডিগ্রিতে সেট করুন সাথে সাথে বাড়ির পাখাটা অন করুন , কারন পাখার হাওয়া আপনার এসি হাওয়াকে পুরো রুম এর মধ্যে ছরিয়ে দিতে সাহায্য করবে ।

এমনটা করলেও ইলেকট্রিক বিল কম আসবে। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-র একটি গবেষণা অনুযায়ী, এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখা সবথেকে ভাল। কারণ, এই তাপমাত্রা মানব শরীরের জন্য স্বস্তিদায়ক। শুধু তাই নয়। রিসার্চে আরও বলা হচ্ছে, এসি-র তাপমাত্রা যত বাড়ানো হয়, প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়।

তাই আপনার এসি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে চালিয়ে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই বাঁচাতে পারবেন।

এসি চালিয়ে টাইমার সেট করে দিনঃ

বর্তমানে বেশির ভাগ এসি মডেলেই রয়েছে টাইমার সেট করে রাখার সুবিধা। টাইমার সেট করে রাখার অর্থ হল, এটি নির্দিষ্ট সময়ে আপনার এসির স্যুইচ অফ করে দিতে পারে এবং তাতে আখেরে বিদ্যুৎ খরচ সামান্য হলেও কম করা যায়।

বেশির ভাগ মানুষই রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে টাইমার সেট করে রাখেন, যাতে একটা নির্দিষ্ট সময় পরে মেশিনের কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিক বিলও কম করা যায়।

 

 

৫ স্টার এসি কিনুকঃ 

ফাইভ স্টার এসির দাম বেশি হলেও আপনার ইলেকট্রিক বিল অনেকটাই সাশ্রয় হবে , সেইসঙ্গে ফাইভস্টার এসে আপনার রুমকে ঠান্ডা করবে তাড়াতাড়ি , আপনার রুম যত তাড়াতাড়ি ঠান্ডা হবে ইলেকট্রিক বিল তত কমবে ।

5-start-ac-
ঠিক সময়ে এসি সার্ভিসিংঃ 

এমন কোনও নিয়ম নেই যে, এয়ার কন্ডিশনার আপনাকে বছরে একবারই সার্ভিসিং করতে হবে। আপনি যদি এমন কোনও এলাকায় বাসবাস করেন, যেখানে ধূলোবালি থেকে সৃষ্ট নোংরার পরিমাণ একটু বেশি, সেরকম জায়গায় দুই থেকে তিন মাস অন্তর এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি।

এমনটা করতে পারলে আপনার এসি যেমন ঠান্ডাও ভাল হবে, তেমনই আবার ইলেকট্রিক বিলও একটু সাশ্রয় করতে পারবেন।

এসির কম্প্রেসারের জল:

মাঝেমধ্যে এসি লাগানোর আগে এসি কম্প্রেসার এর পাখার উপর একটু করে জল স্প্রে করুন

আপনি উপরের পদ্ধতি গুলোকে মেনে চললে আপনি এসির বিল অনেক টাই সাশ্রয় করতে পারবেন ।

কিছু প্রশ্নঃ

বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে এসির হাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ নয় তবে এসির তাপমাত্রা সব সময় ২৪ এর কাছাকাছি রাখতে হবে যাতে বাইরে তাপমাত্রা সঙ্গে শরীরের তাপমাত্রা খুব একটা সামঞ্জস্যবিহীন না হয় । 

আপনি সাধারণত ফাইভ স্টার এসে কিনতে পারেন যাতে অন্যান্য এসির তুলনায় কারেন্টের বিল অনেকটাই কম হবে । 

ফাইভ স্টার এসির দাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের , বর্তমান বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেমন LG, Hitachi, Blue start, Godrej etc. তবে ১.৫ টন এসির দাম মোটামুটি 40 থেকে 45 হাজার টাকা

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *