
Jagadis Bose Scholarship 2024 :বর্তমানে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা খুব মেধাবী ,কিন্তু দরিদ্র পরিবার থেকে উঠে আসায় অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এইরকম দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের চিন্তার দিন শেষ।মেধাবী ছাত্রছাত্রীর জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ হল জগদীশচন্দ্র বসু স্কলারশিপ (JBNSTS)।
এই পোস্টের মাধ্যমে আমরা জানবো জগদীশচন্দ্র বসু স্কলারশিপের সমন্ধে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি নথি এবং কি যোগ্যতার প্রয়োজন?আবেদন করতে কত টাকা লাগে ইত্যাদি। তাই এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি খুব ভালো করে পড়ুন,আশা করি এই স্কলারশিপ সমন্ধে যাবতীয় জিজ্ঞাসা মিটে যাবে।
Table of Contents
Toggleজগদীশচন্দ্র বসু স্কলারশিপ কি? (JBNSTS Scholarship 2024)
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আরো বেশি করে আগ্রহী করতে প্রতিবছর জগদীশচন্দ্র বসু স্কলারশিপ দেওয়া হয়।জগদীশচন্দ্র বসু স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সকল মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্যে আর্থিক অনুদান পাবে। ২০২4 সালে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা জগদীশচন্দ্র বসু স্কলারশিপের সুবিধা পাবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য প্রার্থীকে একটি মেধা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে (Exam)। তারা তাদের মেধার জোরে এই স্কলারশিপ পাবে।
এই স্কলারশিপটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে-
1) জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি(মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীদের জন্য)
2) জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি(উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য)
শুধুমাত্র মেয়েদের জন্য
1)জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি
2)সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি
কারা কারা আবেদন করতে পারবে:
জগদীশচন্দ্র বসু স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন (Jagadis Bose Scholarship Eligibility Criteria)
1) জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি
i) জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তিতে আবেদন করার জন্য পড়ুয়াকে ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। (75% Marks in Madhyamik)
ii) অবশ্যই মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে (Science Stream Admission) ভর্তি হতে হবে।
iii) প্রার্থীদের ক্লাস 11 এ অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান এই বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো তিনটে বিষয় অবশ্যই নিতে হবে।
2)জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি:
i) জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তিতে আবেদন করার জন্য ছাত্রছাত্রীকে ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।
ii) মৌলিক বিজ্ঞান (সাম্মানিক) [BSc (Hons)পশ্চিমবঙ্গে বেসিক সায়েন্স ডিগ্রী অধ্যয়ন করতে হবে কিংবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পড়াশুনা করতে হবে।
iv) প্রার্থীদের অবশ্যই ক্লাস 11 এবং ক্লাস 12 এ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান এই বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো তিনটে বিষয় অবশ্যই থাকতে হবে।
3)জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:-
মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
4)সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:-
উচ্চমাধ্যমিকে পাস করে যে সমস্ত ছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরের প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
বৃত্তির পরিমান (Scholarship Amount)
1) জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি:
জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত প্রার্থীদের দুই বছর (ক্লাস 11 এবং 12)এর জন্য প্রতি মাসে 1,250 টাকা করে পাবে।অর্থাৎ এই বৃত্তির আওতায় প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা ১৫০০০ টাকার অনুদান পেয়ে থাকে। শুধু তাই নয় এককালীন বই কেনার জন্য বার্ষিক অনুদান 2,500 টাকা পাবে।
2)জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি:
জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য যোগ্য প্রার্থীরা স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা অর্থাৎ এই স্কলারশিপের আওতাভুক্ত ছাত্রীরা এক বছরে ৪৮ হাজার টাকার অনুদান পেয়ে থাকেন এবং এককালীন বই কেনার জন্য বার্ষিক অনুদান 5000 টাকা পাবে।
শুধুমাত্র মেয়েদের জন্য:
3)জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:-
জগদীশচন্দ্র বোস জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির জন্য নির্বাচিত প্রার্থীদের দুই বছর (ক্লাস 11 এবং 12)এর জন্য প্রতি মাসে 1,250 টাকা করে পাবে। এছাড়াও ছাত্রছাত্রীদের বই কেনার জন্য প্রত্যেক বছরে অনুদান হিসাবে ২৫০০ টাকা দেওয়া হয়।
4) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:-
জগদীশচন্দ্র বোস সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির জন্য যোগ্য প্রার্থীরা স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা এবং এককালীন বই কেনার জন্য বার্ষিক অনুদান 5000 টাকা পাবে।এছাড়া এর পাশাপাশি সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ -এর প্রথম ১০ জন ছাত্রীকে ল্যাপটপ দেওয়া হয়ে থাকে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
i)জগদীশচন্দ্র বসু স্কলারশিপ আবেদনের জন্য ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ও ক্লাস 12 অর্থাৎ উচ্চমাধ্যমিক এর মার্কশিট দরকার।
ii)ছাত্রছাত্রীর স্বাক্ষর (Signature) প্রয়োজন
iii)সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি (Passport Photograph) দরকার।
iv) প্রাথীর একটি বৈধ মোবাইল ফোন নম্বর থাকতে হবে
v)প্রাথীর একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে
আবেদন পদ্ধতি (Application Process)
i)জগদীশচন্দ্র বোস স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে আপনাকে জগদীশচন্দ্র বোস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে , ওয়েবসাইটে নাম দেওয়া হল , প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে – www.jbnsts.ac.in

ii)এরপর আপনি কিসে আবেদন করতে চান জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য নাকি জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য সেটা বেছে নিন।
iii)পরবর্তীতে আপনার সামনে সম্পূর্ণ পেজ খুলে যাবে। (Open Application Form)
iv)এরপর এই বৃত্তির জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
v)তারপর প্রয়োজনীয় নথিপত্র সঠিক পদ্ধতিতে আপলোড করুন
এবং আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
আবেদন ফি (Application Fees)
JBNSTS জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রাথীকে ১০০ টাকা দিতে হবে।এবং JBNSTS সিনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রাথীর আবেদন মূল্য ২০০ টাকা। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে।