
Madhyamik Result 2024 এবারের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২রা ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে এবং পরীক্ষার্থী ছিল ৮.৭ লক্ষ্য প্রায় , দীর্ঘ অপেক্ষা পর অবশেষে ২ মাস ১৩ দিন পর মাধ্যমিক রেজাল্ট ২০২৪ -এর তারিখ ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ ২ রা মে। পর্ষদের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকেরা।
মাধ্যমিক রেজাল্ট পাওয়া নিয়ে অনেক ছাত্র-ছাত্রীকে প্রত্যেক বছর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রী হয়তো তাদের স্কুলে মার্কশিট পেয়ে যায় , কিন্তু যেই মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হয় সেই মুহূর্তে ছাত্রছাত্রীরা ব্যাকুল হয়ে থাকে তাদের রেজাল্ট পাওয়ার জন্য, এই বছরের মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার জন্য একটি অন্যতম সুবিধা মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখা , অন্যান্য বছরের মত বিভিন্ন ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে আরও একটি সুবিধা এ বছরে যুক্ত হয়েছে সেটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট
Table of Contents
ToggleMadhyamik Result 2024
মধ্য শিক্ষা পর্ষদের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ রা মে, ২০২৪ তারিখে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। ২ তারিখ সকাল ৯ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে।
এরপর সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট থেকে অনলাইনে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। মোবাইল এপ্লিকেশনের মাধ্যমেও এবারের মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে রেজাল্ট দিবে তার পুরো পদ্ধতি নিচে দেওয়া হল ।
পদ্ধতিঃ
প্রথমে নিজের মোবাইলে “প্লে স্টোরে গিয়ে” “Madhyamik Result 2024” অথবা “Madhyamik Result” নামক এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার জন্য নিচে একটি ইমেজ দেওয়া হয়েছে ।

এপ্লিকেশনটি ডাউনলোড নিজের মোবাইলে ইন্সটল করে নিতে হবে, ইন্সটল হয়ে যাওয়ার পর এটিকে ওপেন করে নিজের মোবাইল নম্বর এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এবার “Madhyamik Result 2024” অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে দেওয়া অপশনে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে সাবমিট করলেই রেজাল্ট দেখা যাবে।
মোবাইল অ্যাপ্লিকেশনের পাশাপাশি যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সেই ওয়েবসাইটের তালিকা ও নিচে দেওয়া হল
মাধ্যমিক শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন নির্ধারণ করে থাকে সেটি একটি গ্রেডিং এর মাধ্যমে দেখানো হয় , নিচে তার বর্ণনা দেয়া হলো
AA (90-100 মার্ক) – অসাধারণ পারফরম্যান্স।
A+ (80-89 মার্ক) – চমৎকার পারফরম্যান্স।
A (60-79 মার্ক) – খুব ভাল পারফরম্যান্স।
B+ (45-59 নম্বর) – ভাল পারফরম্যান্স।
B (35-44 নম্বর) – সন্তোষজনক কর্মক্ষমতা।
সি (25-34 মার্ক) – প্রান্তিক কর্মক্ষমতা; ছাত্র সবেমাত্র পাস করার ন্যূনতম মানদণ্ড পূরণ করেছে।
D (25 নম্বরের নিচে) – অসন্তোষজনক কর্মক্ষমতা ব্যর্থতা নির্দেশ করে।