
Madhyamik Result 2024: তবু অপেক্ষার পর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে চলেছে । পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ডব্লিউ বি বি এস ই ) পশ্চিমবঙ্গের 2024 তারিখের অফিসিয়াল মাধ্যমিক ফলাফল অনুসারে আজ, অর্থাৎ 2 মে, 2024 সকাল 9 টা 45 মিনিটে WB মাধ্যমিক ফলাফল 2024 ঘোষণা করতে প্রস্তুত।
এই বছরে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থী ছিল প্রায় সাড়ে আট লক্ষের কাছাকাছি , আজ সকাল 9.45 এ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রেস কনফারেন্সে প্রকাশ করা হবে, তারপর ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব রেজাল্ট তাদের জন্মের তারিখ এবং রোল নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে নিজের ফলাফল চেক করতে পারবে।
কিভাবে তাদের ফলাফল ওয়েবসাইট থেকে চেক করবে তার নিম্নে বর্ণনা করা হলো –
নিচে দেওয়া যে কোন একটি ওয়েবসাইট নির্বাচন করতে হবে –

উপরোক্ত ওয়েবসাইট গুলোতে প্রবেশ করার পর নিজস্ব রোল নাম্বার জন্মের তারিখ, দিয়ে সো রেজাল্ট ক্লিক করলে নিজের নিজের রেজাল্ট দেখতে পাবে –
এছাড়াও ছাত্রছাত্রীরা আরও একটা ভাবে রেজাল্ট দেখতে পাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে , এই অ্যাপস টি মোবাইলে কিভাবে ইন্সটল করবে এবং রেজাল্ট কিভাবে দেখবে তার সম্পর্কে নিউ নেতার বিবরণ দেওয়া হলো
Pingback: Madhamik Exam 2025 rutine: ২০২৫ সালে কবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জানালো পর্ষদ › mbangla.in