
Madhyamik Result update ,চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ২ তারিখ থেকে ১২ ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল , অবশেষে অনেকদিন পর তার ফল প্রকাশের দিন ঘোষণা করল পর্ষদ , পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে আগামী ২ রা মে বৃহস্পতিবার প্রকাশিত হবে এবছর ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ।
প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় এই জন্য মাধ্যমিক শিক্ষা পরিষদ এ বছরের প্রথম প্রশ্নপত্রে বারকোড ব্যবহার করেছিল , এ বছর রাজ্যে মোট ৯ লক্ষ্যের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল , তাই প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় এই বিষয়টি ছিল পর্ষদ কাছে একটি বড় চ্যালেঞ্জ । এইজন্য পুরো পরীক্ষা সিসি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হয়েছিল ।
Table of Contents
Toggleমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ 2 রা মে
মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা | প্রায় ৯ লক্ষ |
ফল প্রকাশের তারিখ | ২ মে ২০২৪ বৃহস্পতিবার |
ফল প্রকাশের ওয়েবসাইট | https://wbresults.nic.in/ |
কিভাবে দেখতে হবে মাধ্যমিকের রেজাল্ট

উপরে দেওয়া ওয়েবসাইটে যাওয়ার পর রোল নাম্বার ও জন্মের তারিখ দিলে রেজাল্ট পাওয়া যাবে । ওয়েবসাইটে এর মাধ্যমে সরাসরি ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদ থেকে সংবাদমাধ্যমে সকালের দশটার পর ফল ঘোষণা করা হবে এবং তার পর ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে।
AA (90-100 মার্ক) – অসাধারণ পারফরম্যান্স
A+ (80-89 মার্ক) – চমৎকার পারফরম্যান্স
A (60-79 মার্ক) – খুব ভাল পারফরম্যান্স
B+ (45-59 নম্বর) – ভাল পারফরম্যান্স
B (35-44 নম্বর) – সন্তোষজনক কর্মক্ষমতা
সি (25-34 মার্ক) – প্রান্তিক কর্মক্ষমতা; ছাত্র সবেমাত্র পাস করার ন্যূনতম মানদণ্ড পূরণ করেছে
D (25 নম্বরের নিচে) – অসন্তোষজনক কর্মক্ষমতা ব্যর্থতা নির্দেশ করে
আশা করা যাক গত বছরের মত এ বছরও মাধ্যমিক স্কোর এভাবেই দেওয়া থাকবে । ইংরেজির অ্যালফাবেটিক দ্বারা , ছাত্রদের প্রাপ্ত নাম্বার কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকবে ।