
Mukhes Ambani: মুকেশ আম্বানি 1957 সালে ১৯ এপ্রিল এডেনে (বর্তমান ইয়েমেন) জন্মগ্রহণ করেন।তার বর্তমান বয়স 67 বছর।
Table of Contents
Toggleপিতা ও মাঃ
তার পিতার নাম ধীরুভাই আম্বানি এবং মাতা কোকিলাবেন আম্বানি। গুজরাটির একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আম্বানি। তার ছোট ভাই অনিল আম্বানি সহ আরো দুইবোন রয়েছে নিনা ভদ্রশ্যাম কোঠারি এবং দীপ্তি দত্তরাজ সালগাঁওকর।
শিক্ষাঃ
মাধ্যমিক শিক্ষার পর আম্বানি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে । এরপর যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড থেকে এমবিএ করেন।
১৯৮০ সালে পড়াশোনা শেষ করে তার বাবার কথামতো দেশে ফিরে আসেন এবং তার বাবা তাকে একটি পলেস্টার কারখানার দায়িত্ব দেন। মুকেশ তার বাবার কোম্পানিতে সুতা উৎপাদনের ব্যবসায় উন্নতি ঘটান এবং ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এ ব্যবসাকে ছড়িয়ে দেন। তার ব্যাবসায়িক গুণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
বিখ্যাত কোম্পানির নামঃ
পরবর্তী বছরগুলোতে তিনি যে কোম্পানি এর প্রতিষ্ঠা করেছেন টেলিকমিউনিকেশন, বিনোদন এবং সম্পত্তি ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে।রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, তেল ও গ্যাস অনুসন্ধান টেলিকমিউনিকেশন, বিনোদন এবং সম্পত্তি ব্যবস্থাপনা ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে।
বর্তমানে তার ব্যাবসাঃ
বর্তমানে তিনি একজন ভারতীয় শতকোটিপতি ব্যবসায়ী। তিনি একজন দূরদর্শী ব্যবসায়ী যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক।২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ফোর্বস এ দেখা গেছে তিনি প্রায় ১১ হাজার ৭৮০ কোটি টাকার সম্পত্তির মালিক, এছাড়াও তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে তার স্থান নবম তম।
বিবাহঃ
১৯৮৫ সালে তিনি নীতা আম্বানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র যথা- বড় পুত্র আকাশ আম্বানি এবং ছোট পুত্র অনন্ত আম্বানি রিলায়েন্স জিও ইনফোকমের কৌশলগত বিভাগের প্রধান।ও এক কন্যা ইশা আম্বানি।
বাড়িঃ
মুখেশ আম্বানির ২৭ তলার এই বাড়ি টির নাম আন্তিলা । যার বর্তমান মুল্য প্রায় ১৫০০০ কটি । বাড়ি তে কোন এ সি না থকার সত্তেও এসি এর তাপ মাত্রা বজায় থাকে । বাড়ির আয়তন প্রায় ৪০০,০০০ স্কয়ার ফিট
খাদ্যঃ
রাজদীপ সারদেশাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে আম্বানি বলেন তার প্রিয় খাদ্য হলো ইদলি সামবার এবং তার প্রিয় রেস্তোরাঁ হল মুম্বইয়ের কিং সার্কেলের মহীশুর ক্যাফে।