জিও যেন আবার সবাইকে চমকে দিয়ে বাজারে আনছে নিউ মডেল সাইকেল

ভারতের প্রযুক্তি এবং টেলিকম জগতের পরে আবার নতুন জিনিস বাজারে আনতে চলেছে জিও, এবার বৈদ্যুতিক যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করতে চলেছে।
Table of Contents
Toggleকি আনছে জিও
২০২৫ সালে আসছে জিওর নতুন ইলেকট্রিক সাইকেল, যার মুল্য হবে একদম কম , যা হবে সাশ্রয়ী, এবং পরিবেশদূষণ থেকে মুক্ত অর্থাৎ পরিবেশবান্ধব এবং শহর ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য আদর্শ একটি বিকল্প।
কিসে চলবে এই সাইকেল
উন্নত ব্যাটারির সাহায্যে একবার চার্জ দিলেই চলবে ৮০ কিলোমিটার পর্যন্ত চলবে, যা ছাত্রছাত্রী ক্ষেত্রে খুবই গ্রহনযোগ্য, কর্মজীবী মানুষ এবং নিম্নবিত্ত মানুষের জন্য সুবিধাজনক হতে চলেছে। পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যের এই ইলেকট্রিক সাইকেল ইতিমধ্যেই ভারতের বাজারে আলোচনার বেশ সোরগোল তুলেছে । চলুন দেখে নেওয়া যাক জিওর ইলেকট্রিক সাইকেলের মূল বৈশিষ্ট্য এবং সমস্ত ফিচার সম্পর্কে।
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
এই ইলেকট্রিক সাইকেলের ফিচার ও বৈশিষ্ট্য
জিওর এই নতুন ইলেকট্রিক সাইকেল অতি আধুনিক প্রযুক্তি এবং একদম নতুন ফিচারে তৈরি করা হয়েছে। এর কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধারলাম
- প্রচলিত ইলেকট্রিক স্কুটার বা বাইকের তুলনায় এটি আনেক হাল্কা
- বাইক এর তুলনায় অনেক কম দামে এই সাইকেল বাজারে পাওয়া যাবে
- একবার চার্চ দিলে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই সাইকেল
- এই সাইকেল এর টায়ার এত মজবুত যে খারাপ রাস্তায় চলতে সক্ষম
- ফাস্ট চার্চজিং
- এই সাইকেলটি ছাত্রছাত্রী ও কর্মজীবিদের জন্য খুবই সুবিধাজনক একটি সাইকেল
- কার্বন নির্গমন নেই তাই এটি পরিবেশবান্ধব হয়ে উঠবে
- এই সাইকেলের কিছু মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি ও জিপিএস ট্রাকিং-এর সুবিধা থাকতে পারে
জিও ইলেকট্রিক সাইকেল বাজারে আনার কারন
জিওর ইলেকট্রিক সাইকেলে বাজারে আসার পেছনে কিছু কারণ রয়েছে। সেগুলি হল-
- পরিবহন সহজ সাধ্য করা
- ভারত সরকার এখন ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে ভর্তুকি এবং অনেক সুবিধা প্রদান করছে
- শহরে ও গ্রামের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য এই সাইকেল একটি পরিবহন এর হাতিয়ার হয়ে উঠবে
- ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়িয়ে দূষণ কমানোর উদ্দেশ্য নিয়েছে জিও
জিও আগেও আমাদের টেলিকম এবং ইন্টারনেট পরিষেবাকে খুবই উন্নত করেছে , কম খরচে ইন্টারনেট পৌঁছে দিয়েছে বাড়ি বাড়ি । এবার তারা ইলেকট্রিক সাইকেলেও একই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চলেছে।
জিওর ইলেকট্রিক সাইকেলের মূল্য কত হতে পারে ?
জিও বাজারে ইলেকট্রিক সাইকেলের মূল্য প্রতিযোগিতামূলক রাখবে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই কিনতে পারে। নিন্ম মূল্যের কারণে এটি বাজারে প্রচলিত স্কুটার ও বাইকের বিকল্প হয়ে উঠতে পারে।
জিওর এই পদক্ষেপ ভারতে ইলেকট্রিক যানবাহনের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে পরবে । টেকসই, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে এই ইলেকট্রিক সাইকেল বাজারে নিয়ে এসে জিও দেশের পরিবহন ব্যবস্থাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। মনে করা হচ্ছে এই সাইকেল এর দাম ১০ থেকে ১২ হাজার হতে পারে । তবে সঠিকভাবে এখন পর্যন্ত কোন দাম নির্ধারণ করা হয় নি ।