Rose-vally
Rose-vally

Rose Vally : চিটফান্ড রোজভ্যালি এর টাকা ফেরত দেওয়া শুরু

Rose-vally

Rose Vally refund update: কমবেশি সকলেই রোজ ভ্যালি (Rose Vally)  নামের সাথে পরিচিত , এনেকেই এবার রোজ ভ্যালি চিটফান্ডে টাকা জমা দিয়েছিল , পরবর্তী সময়ে কোম্পানি বন্ধ হয়ে যায় এবং আপনাদের দেওয়া টাকা আর ফেরত আসে নি । 

হাইকোর্ট এর রায়

পরবর্তী সময়ে সিবিআই (CBI) এই চিট ফান্ড নিয়ে তদন্ত শুরু করে । বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন এই কেসে এই রায় আসে,  যে সমস্ত ব্যক্তি এই চিটফান্ডে টাকা জমা দিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে ।

আপনার জন্য সুখবর আপনি যদি রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে খুব সহজেই বাড়িতে বসেই অনলাইনে একটি ফরম ফিলাপের মাধ্যমে আপনি নিজের একাউন্টে টাকা ফেরত নিতে পারেন ।

বর্তমানে যারা অনলাইনে আবেদন করে রেখেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ার কাজ চলছে । ইতিমধ্যেই যে সমস্ত ব্যক্তি বহু আগেই অনলাইনে ফরম ফিলাপ করে দিয়েছে তাদের একাউন্টে টাকা পেয়েও গিয়েছে ,  ভবিষ্যতে বাকি টাকা পাওয়ার প্রতিশ্রুতি ও হোয়াটসঅ্যাপে জানিয়েছে , আপনি আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা কিভাবে ফেরত পাবেন আমরা এই প্রতিবেদনে নিচে এই সম্পর্কে আলোচনা করলাম

Rose Vally Refund process:

কিভাবে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হয়:-

আপনারা অনেকেই হয়তো এখনো টাকা ফেরত পাওয়ার আবেদন করেননি যারা আবেদন করেননি কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে আলোচনা করা হলো –

 

১) আপনি প্রথমে রোজ ভ্যালি এর হোম পেজ এ জান  (পাসে লিঙ্ক দেওয়া আছে ) www.rosevalleyadc.com

২) তারপর থ্রি লাইনে ক্লিক করে , আপনি যে টাকা জমা রেখেছেন তার সার্টিফিকেট  (Upload Certificate) অপশনে ক্লিক করবেন

৩) তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে

 

টাকা ফেরত পাবার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন :-

 

১) অরিজিনাল সার্টিফিকেটের কপি

২) অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি

৩) Affidavit Documents ( যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন, না হলে লাগবে না)
 
৪) আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)
 

৫)  ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)

৬) ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার কপি

৭) চেক বই অথবা cancel check এর কপি

কবে পাবেন টাকা ফেরত (Rose Valley Refund Date):-

 

ইতিমধ্যেই অনেকেই ব্যাংক একাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন। যেহেতু  আজকের দিন  এই চিটফান্ডে উপভোক্তা  প্রায় 30 লক্ষ  অনলাইনে আবেদন করে রেখেছেন , তাই যারা আগেই অনলাইন অ্যাপ্লাই করে রেখেছে তাদের আগের টাকা ফেরত দেওয়া হবে , তাই আপনারাও দেরি না করে অ্যাপ্লাই করে দিন , টাকা পেতে হয়তো একটু দেরি হতে পারে । সব টাকাই ধাপে ধাপে ছাড়া হচ্ছে । 

কারা প্রথমে টাকা ফেরত পাবে:-

মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং যারা ১০০০০ টাকা মধ্যে টাকা ফেরত পাবেন তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে । যারা বেশি টাকা ফেরত পাবেন তাদেরকে পরবর্তী সময়ে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে।

 

কত টাকা ফেরত পাবেন:-

মূলত আপনি যে আসল টাকাটি রেখেছিলেন সেই আসল টাকা টুকুই আপনি ফেরত পাবেন । কোন সুদ সমেত টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না ।

বর্তমানে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে স্ট্যাটাসে আপডেট আসলো:-

 

অনেকেই যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন (Your application is pending. Verification will be started shortly) রয়েছে যদি আবেদন আপনাদের পেন্ডিং থাকে তাহলে এখন আপনারা টাকা পাবেন না ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *