
SSC Case new update : বর্তমানে SSC মামলা নিয়ে চারিদিকে তোলপাড়, কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খুইয়ে বসেছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক সহ ,গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ প্রার্থীরা, হাইকোর্তট রায় দেওয়ার পর,চাকরি যাওয়ার শিক্ষকরা আন্দোলনে নেমেছে , এমনকি মধ্যশিক্ষা পর্ষদ হাইকোর্টকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছে, তাতেও যেন সংশয় কাটছে না প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর।
ইতিমধ্যেই তারা নানারকম দুশ্চিন্তায় রয়েছে, আদৌ উচ্চ আদালত কি রায় দেবে, তাদের চাকরি কি বহাল থাকবে, এপ্রিল মাসের বেতন কি তাদের বন্ধ হবে , এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে তাদের মধ্যে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০১৬ সালের সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সববর রশিদের ডিভিশন বেঞ্চ। এমনকি হাইকোর্ট জানিয়েছে বহু শিক্ষক সাদা খাতা ও জমা দিয়ে চাকরি পেয়েছে , তবে ২৬ হাজারের মধ্যে জানানো হয়েছে তাদের সংখ্যা কম ।
ইতিমধ্যে ওই সকল শিক্ষককে,যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিতে নিয়োগ হয়েছে বলে চিহ্নিত হয়েছে তাদের , দীর্ঘ ৮ বছরের সম্পূর্ণ বেতন ১২ শতাংশ হারে সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরো জানিয়েছেন প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবেন কেন্দ্রীয় সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ১৬ সালের পুরোপুরি প্যানেল বাতিল করা হয়েছে , তাহলে তাদের মনে একটি প্রশ্ন তারা কি এপ্রিল মাসের বেতন পাবে?
সূত্রের খবর অনুসারে ইকোর্টের পক্ষ থেকে চাকরি হারানো সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জানানো হয়েছে যে, তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এখন যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন, তাই এই মামলা যতদিন চলছে তাদের বেতন বহাল থাকবে ।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে ৫০০০ জন শিক্ষকের জন্য বাকি শিক্ষকদের কেন ভোগান্তি হবে ? তবে সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ আদালত তাই সুপ্রিম কোর্টের বিচার সঠিক পথেই যাবে বলে মনে করা হয়, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট চাকরি বহাল রাখার কোন স্থগিতাদেশ দেয়নি , এই নিয়ে অনেক শিক্ষক হতাশাগ্রস্থ ।