West Bengal SSC Recruitment Case
West Bengal SSC Recruitment Case

Supreme Court: শহীদ মিনারের চাকরি হারা শিক্ষকদের অনশন , কি বলছে সুপ্রিম কোর্ট?

West Bengal SSC Recruitment Case

শহিদ মিনারে অনশনে যোগ্য শিক্ষকরা:ইতিমধ্যেই হাই কোর্টের নির্দেশে ২৫ হাজার৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। এই এত দুর্নীতির মধ্যেও কিছু ছাত্রছাত্রী অনেক পরিশ্রম করে নিজের যোগ্যতাই শিক্ষকতার চাকরিটি অর্জন করেছেন।দুর্নীতিগ্রস্থ শিক্ষককে বাদ দিতে গিয়ে যারা যোগ্য প্রাথী তারাও বঞ্চিত হচ্ছেন ।

তাই যোগ্য ব্যাক্তিদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।কোনো কারণ ছাড়াই তারা আজ বঞ্চনার শিকার।যোগ্য ব্যক্তিদের সুপ্রিম কোর্টের কাছে আর্জি একটাই যেন যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে ফেলা না হয়।এই মুহূর্তে তারা Ssc এর কাছে সকল পরীক্ষাত্রির OMR SHEET প্রকাশের দাবি জানাচ্ছে,যাতে দুর্নীতি খুব সহজেই ধরা পড়ে এবং যোগ্যরা তাদের চাকরিতে বহাল থাকতে পারে।

এই আন্দোলন উপস্থিত কিছু চাকরি হারা শিক্ষক তারা তাদের যোগ্য বলে দাবি করছে।এই দাবি প্রমানের একমাত্র পথ তাদের OMR SHEET।

কিছু অনশনকারী জানান ,সুপ্রিম কোর্ট Ssc কে তোপ করে বলেন ,Ssc যেন আগামী সোমবারের মধ্যে OMR SHEET প্রকাশ করেন এবং সুপ্রিম কোর্টের কাছে তার রিপোর্ট পেশ করেন।যাতে সুপ্রিম কোর্ট অবিলম্বে যারা যোগ্য ব্যাক্তি তাদের চাকরি ফিরিয়ে দিতে পারেন।

এক্ষেত্রে একটাই প্রশ্ন ,একথা কি ssc কর্ণপাত করবে?

সেক্ষেত্রে চাকরিহারা শিক্ষকরা জানান যদি তা না করে তাহলে এই চাকরিপ্রার্থীরা পথে বসে যাবে।এর ফলে একটা বৃহত্তর শিক্ষিত যুব সমাজ নষ্ট হয়ে যাবে।তাই তাদের একটাই দাবি এই সমস্যার অবিলম্বে ব্যাবস্থা নেওয়া হোক।

সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ভাস্কর ঘোষ জানান, দাবি একটাই যারা স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে প্রথমে তাদের পৃথক করা হোক এবং একথাও জানান ssc যাতে অবিলম্বে যোগ্য এবং অযোগ্যদের একটি তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেয়।এবং যারা যোগ্য তাদের অবিলম্বে নিয়োগ করা সম্ভব হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *