Tropical cyclone
Tropical cyclone

Tropical Cyclone: ক্রমশ উপকূলের দিকে ফিরে আসছে ঘূর্ণিঝড় রেমাল

Tropical cyclone

Tropical cyclone update: উপকূল সংলগ্ন এলাকায় বহুবার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আজড়ে পড়েছে , দুই হাজার কুড়ি সাল আমফান, এই সময় ভারতবর্ষে চলছিল মহামারী কভিদ ১৯ ,২০২৪ আবারো এক ক্রান্তি ঘূর্ণিঝড়ের আভাস রেমাল ,   ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পরশু হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ , আবহাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় রেমাল এর প্রভাব পড়তে পারে , এই সময় লোকসভা ভোট নিয়ে গোটা রাজ্য তোলপাড় , তাই লোকসভা ভোটের উপর প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর ।উপকূলবর্তী এলাকায়  ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে ঠিক সেই মুহূর্তেই বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড়। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে মে মাসের শেষে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে । এছাড়া আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী এমন আশঙ্কাই সত্যি হওয়া সম্ভাবনা রয়েছে।এবং সেটি যদি শেষ পর্যন্ত হয় তাহলে পরশু রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হতে পারে। এমনকি এই পরিস্থিতির মোকাবিলা করতে একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে প্রয়োজনে ত্রাণকেন্দ্র খুলতে হতে পারে।

এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২২ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে ২৩ মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না কিন্তু সাম্প্রতিক কিছু পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে। আমফানের  মত এত শক্তিশালী না হলেও এই ঘূর্ণিঝড় যথেষ্ট উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে । আবহাওয়া দপ্তরের মত অনুসারে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে । তাই উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনদের লাল সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর । 

 

প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ওড়িশা – অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে কিন্তু সময় যত কেটেছে ঘূর্ণিঝড়ের পথ তত পূর্ব দিকে সরে যাচ্ছে। ২৫ মে মধ্যরাত্রে ওড়িশার পারাদ্বীপের কাছাকাছি কোনও একটা জায়গা দিয়ে ভূমিভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রটি সেইরকমই পূর্বাভাস জানানো হয়েছে রবিবার বিকালে। আবহাওয়াবিদদের কেউ কেউ মনে করছেন যে আরও পূর্বদিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিপথ। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথের সঠিক এবং সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

যেহেতু ২৫ মে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী বহু কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবং আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই। এমনকি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়। ঝোড়ো হওয়ার সঙ্গে ২ মেদিনীপুর, কলকাতা,ঝাড়গ্রাম,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়ার একাংশে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতটাই ভহাবহ পরিস্থিতি হতে পারে যে প্রশাসনকে উপকূলবর্তী এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজে নামতে হতে পারে । স্থানীয়দেরকে উদ্ধার করে সুরক্ষিত রাখার জন্য স্কুল ও ত্রাণকেন্দ্রগুলিতে পাঠানোর ব্যাবস্থা করা হতে পারে। ত্রান কেন্দ্রে গুলির মধ্যে বেশিরভাগই হয় ভোটকেন্দ্র আর তা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমানে বাসস্থান । এই রকম ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিবেশে আবহাওয়া দফতর বাড়ি থেকে বেরনোর ওপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে সেইক্ষেত্রে ভোটগ্রহণ তো অনেক দূরের ব্যাপার । এমত অবস্থায় ষষ্ঠ দফার ভোটগ্রহণ স্থগিত হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কোন কারণ নেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *