Bangladesh
Bangladesh

ইউনু সরকারে বাংলাদেশ এ চলছে চরম অরাজকতা ,২৬ শে ফেব্রুয়ারি তৈরি হচ্ছে নতুন দল

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের নাম কেনা জানে , এই বাংলাদেশ কিছুদিন আগে রাজনৈতিক কান্ড ছিল অগ্নিগর্ভ , যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের দেশ ছাড়তে হয় , সে কান্ড তো সবাই দেখেছে , আজকে আমরা দেখব বাংলাদেশে প্রথম রাজনৈতিক দলের সূচনা ঘটেছে ছাত্রদের ২৬ শে ফেব্রুয়ারি  । 

Bangladesh
Bangladesh

রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 

 ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল , বাংলাদেশের ইতিহাসে কেবলমাত্র ছাত্রদের নিয়েই এই প্রথম রাজনৈতিক দল শুরু হচ্ছে । এই দলের নেতৃত্বে কোন কোন রাজনৈতিক নেতৃত্ব থাকবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। 

বিভিন্ন ধরনের নিত্য নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে নিচে দেওয়া লিংকে আমাদেরকে সাথে যোগ দিন 

আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here

দায়িত্বপ্রাপ্ত নেতা 

তবে জানা যায় এই নতুন দলের দায়িত্ব পাচ্ছে আন্দোলনকারী ছাত্রদেরই একজন নাহিদ ইসলাম । যিনি ইউনুস সরকারের উপদেষ্টা । আরও জানা যায় নতুন পথ পাওয়ার আগেই তিনি উপদেষ্টার পথ থেকে ইস্তফা দেবেন 

ক্রিয়াকলাপ

গত বছরে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায় তখন এই ছাত্র আন্দোলনের প্রধান এক অন্যতম নেতা ছিল নাসির ইসলাম  । এমনকি ইউনুস সরকার গঠন করার সময় তারা সমর্থন করে এবং হাসিনা সরকারের বিরোধীপক্ষে ছিলেন । 

নতুন দল 

গত কয়েক মাস থেকেই মহম্মদ ইউনুস বারবার দাবি করছেন ক্ষমতা থাকতেই তিনি নতুন দল তৈরি করবেন । এই ছাত্রদল করার অন্যতম উদ্যোক্তা হলো তারই উপদেষ্টা । এই নতুন দল তৈরি করার পিছনে ইউনুস সরকারের হাত রয়েছে বলে অনেকেই দাবি করছেন ।

পরিস্থিতি

এই নতুন রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করছেন বাংলাদেশের অনেকেই । বাংলাদেশের বহু জায়গায় বহু ছাত্রকে আহত হতে হয়েছে । অনেকেই মনে করেন ইউনুস এর মদতে এই পরিস্থিতির শিকার হয় ছাত্ররা। । 

বাংলাদেশের চলছে চরম অরাজকতা আইন শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম প্রশাসন , বাড়ছে লুটপাট,  নারীদের উপর অত্যাচার , অনেকেই মনে করেন ইউনুস জামানায় একের পর এক অশান্তি বেড়েই চলেছে  । 

অরাজকতা

ঢাকা থেকে রাজশাহী দামী বাসে ডাকাতি এমনকি সংখ্যালঘু  মহিলার শিলদাহানিও করা হয় । অত্যাচার একাধিক মহিলার উপর । এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। বাংলাদেশে যেন অরাজকতা বেড়েই চলেছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *