UPSC News , Rimita Saha
UPSC News , Rimita Saha

UPSC News , Rimita Saha: একের পর এক চাকরি ছেড়ে ইউপিএসসিতে লক্ষভেদ

UPSC News , Rimita Saha

UPSC News , Rimita Saha: প্রত্যেক ছাত্র-ছাত্রীর  শিক্ষিত হওয়ার পর প্রথম লক্ষ্য সমাজে প্রতিষ্ঠিত হওয়া , রিমিতা সাহা, প্রথম থেকে লক্ষ্য ছিল আইএস অফিসার হওয়ার। সেই লক্ষ্য পূরণের আশায় বহু পরিশ্রমের পর আজ সফলতার মুখ দেখেছেন । আইএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে বহু লোভনীয় চাকরির প্রস্তাব এসেছে কিন্তু সেই চাকরি তিনি গ্রহণ করেনি ।

আইএএস এর চাকরি পাওয়াটা কে তিনি জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছিলেন । দীর্ঘদিন পরিশ্রম ও তার মেধা এবং নিজের প্রতি একনিষ্ঠা শেষ পর্যন্ত সাফল্যের পথে নিয়ে এসেছে মধ্যমগ্রামের রিমিতাকে । ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে একটি অন্যতম পরীক্ষা হলো ইউপিএসসি ( UPSC EXAM ) পরীক্ষা । আর সেই পরীক্ষাকে লক্ষ্য হিসেবে নিয়েছিল রিমিতা । 

ইউপিএসসি তে রেঙ্কঃ 

ইউপিএসসি ( UPSC News , Rimita Saha) পরীক্ষায় ৫৬৬ তম ‍রাঙ্ক করে সফল হয়েছেন মধ্যমগ্রামের রিনিতা সাহা । তারই সাফল্যে সমস্ত গ্রামবাসী খুবই গর্বিত । রিমিতার কথাই উঠে আসে এ যেন আর তার কাছে যুদ্ধ সাফল্যের মতো । এই যেন কাছে এক বড় যুদ্ধ জয় । 

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ও তার রেজাল্ট খুব ভালো ছিল । তাই তার বাবা চেয়েছিল সে ভবিষ্যতে ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হতে । উচ্চমাধ্যমিকে পাস করার পর তার বাবা রিমি তার কাছে জানতে চাই সে ভবিষ্যতে কি নিয়ে পড়তে চায় ? রিমিতা পড়াশোনার মধ্যে ইঞ্জিনিয়ারিং কে বেঁচে নেই । তার বাবা তাকে ইচ্ছা পূরণের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করে । ইঞ্জিনিয়ারিং এ গোল্ড মেডেল নিয়ে পাস করে রিমিতা । 

কি নিয়ে পড়াশুনা করেছে রিমিতাঃ 

ইঞ্জিনিয়ারিং কোর্স এ  তার সফলতার মান খুব ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানির  বিভিন্ন চাকরির প্রস্তাব আসে , কিন্তু সেই চাকরি গ্রহণ করেনি রিমিতা । তার জীবনের একটাই লক্ষ্য ইউপিএসসি । দেশের জন্য ভালো কিছু করতে চাই রিমিতা । তাই দীর্ঘদিন পড়াশোনা করার পর এবং কঠোর পরিশ্রমের পর সফলতা পেয়েছে রিমিতা। ইউপিএসসি (UPSC News , Rimita Saha) ক্র্যাক করে যে সফলতা পেয়েছে সেই সফলতার পিছনে পরিবারের সদস্যদের বড় মাপের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে রিমিতা । তার মা জানান ছোটবেলা থেকেই তার পড়াশোনার খুবই ভালো রিমিতা । 

মায়ের বক্তব্যঃ

তাই এই মেধাবীর রিমিতাকে তার মা সব সময় উৎসাহিত করত । এমনকি তার মা জানাই , পরীক্ষাতে ভালো ফল আনলেই তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হতো । তখনও বিভিন্ন বিষয়ে তার আগ্রহী থাকতো , এবং ছোট ছোট বিষয়গুলোকে সে খুব গুরুত্বসহকারে লক্ষ্য করতো । এমনকি সেই সময় থেকে সে বলতে শুরু করে একাগ্রতার সাথে কোন কিছু চেষ্টা করলে তার সাফল্য আসবেই । 

 

রিনিতার বক্তব্যঃ 

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে রিমিতা একটি পথপ্রদর্শক এর দৃষ্টান্ত । তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন “শুধু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, সঙ্গে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পাশে থাকলে এর বাইরে আর কিছু প্রয়োজন হয় না ” সেই সঙ্গে তিনি আরো বলেন বেশ কয়েকটি ভালো চাকরির অফার পেয়েছিলাম কিন্তু কোনটাতেই যোগদান করিনি । বিশেষ করে যেহেতু আমার লক্ষ্য ছিল ইউপিএসসি তাই অন্য চাকরির দিকে আমার ধ্যানও সেভাবে যায়নি । সেইসঙ্গে তার সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সমর্থন করেছে তার বাবা-মা ও পরিবারের সকল সদস্য । সবাই তার পাশে থাকার জন্য আজ সে সাফল্যের মুখ দেখেছে । 

রিমিতার বোন বর্তমানে ডাক্তারি করছে । সেও খুব মেধাবী । দিদির সাফল্যে সে খুব খুশি । বোন জানাই দিদি যুদ্ধে নেমে যুদ্ধ জয় লাভ করেছে । সাফল্যের মধ্য দিয়ে দিদি যুদ্ধের শেষ করেছে । তাই বাড়ির সকলে আজ খুব আনন্দিত । রিমিতার সাফল্য তার প্রতিবেশীরাও খুশি । তার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবে ।  ইউপিএসসির ফল ঘোষণা হওয়ার পর  রিমিতা তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য ও সকলকে । 

 

বি দ্রঃ শিক্ষা সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের আপডেট খবর জানতে আমাদের ওয়েবসাইটে চাকরির খবর ট্যাবে ক্লিক করুন 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *