UPSC Topper
UPSC-Topper

UPSC Topper: UPSC-তে প্রথম শিলিগুরির জয়দীপ গর্বিত করল বাঙালি কে

UPSC Topper

ভারতবর্ষের অন্যতম কঠিন থেকে কঠিনতম পরীক্ষা  পরীক্ষা UPSC আর এই UPSC  পরীক্ষাতেই গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ির বাঙালি ছেলে জয়দীপ (UPSC Topper)  , জয়দীপের এত বড় সাফল্যে গোটা রাজ্য গর্বিত । 

 

এত বড় কৃতিত্বের জন্য এই মেধাবী ছাত্রকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , জয়দীপ কে সম্মান জানাতে পেরে ভালো লেগেছে বলে জানালেন মেয়র ,আগাগোড়ায় জয়দীপ রায় লেখাপড়ায় রীতিমত মেধাবী ছিল


শিলিগুড়ির ছেলে , জয়দীপ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা , শিলিগুড়ি বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি যাদবপুর কলকাতা ইউনিভার্সিটি তে ভর্তি হন , সেখান থেকেই তিনি উচ্চশিক্ষা লাভ করেন ।

পরবর্তীকালে তিনি মুম্বাইয়ের আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন , তার কাছে জানা যায় তার বহুদিনের ইচ্ছাই ছিল ইউপিএসসি পরীক্ষাতে সফলতা অর্জন করা , তাই তিনি পড়াশোনার সাথে সাথে ইউপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন, এবং  ইউপিএসসি পরীক্ষা দেন আর সেই পরীক্ষাতেই বাজিমাত 

গোটা দেশে একাধিক ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিলেও তিনি  প্রথম স্থান লাভ করেছে , পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই তার পরিবারের সকলেই খুবই গর্বিত , সেই সঙ্গে গোটা শিলিগুড়িবাসী ও গর্বিত , এই সাফল্য যেন বাংলার বুকে এক স্বর্ণ মুকুট আনার মত । 

জয়দীপের সাক্ষাৎকারে জানা যায় তিনি কিছুদিনের মধ্যেই জিওলজিক্যাল সার্ভার অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক বিভাগে যোগদান করতে চলেছে , এছাড়াও সৌভিক সাহা যিনি তালিকা ৭ নম্বর স্থানে রয়েছে, এই কৃতি ছাত্র কেও একই দিনে  শুভেচ্ছা জানালো শিলিগুড়ি মেয়র । 

শিলিগুড়ির মেয়র জানান গবেষণার ক্ষেত্রে রাজ্য ততা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় ছাপ রাখতে চলেছে এই জয়দীপ রায়। তারই সাফল্যে গর্বিত গোটা উত্তরবঙ্গ একই সঙ্গে গর্বিত বঙ্গের মাটিও । 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *