
ভারতবর্ষের অন্যতম কঠিন থেকে কঠিনতম পরীক্ষা পরীক্ষা UPSC আর এই UPSC পরীক্ষাতেই গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ির বাঙালি ছেলে জয়দীপ (UPSC Topper) , জয়দীপের এত বড় সাফল্যে গোটা রাজ্য গর্বিত ।
এত বড় কৃতিত্বের জন্য এই মেধাবী ছাত্রকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , জয়দীপ কে সম্মান জানাতে পেরে ভালো লেগেছে বলে জানালেন মেয়র ,আগাগোড়ায় জয়দীপ রায় লেখাপড়ায় রীতিমত মেধাবী ছিল
শিলিগুড়ির ছেলে , জয়দীপ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা , শিলিগুড়ি বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি যাদবপুর কলকাতা ইউনিভার্সিটি তে ভর্তি হন , সেখান থেকেই তিনি উচ্চশিক্ষা লাভ করেন ।
পরবর্তীকালে তিনি মুম্বাইয়ের আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন , তার কাছে জানা যায় তার বহুদিনের ইচ্ছাই ছিল ইউপিএসসি পরীক্ষাতে সফলতা অর্জন করা , তাই তিনি পড়াশোনার সাথে সাথে ইউপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন, এবং ইউপিএসসি পরীক্ষা দেন আর সেই পরীক্ষাতেই বাজিমাত
গোটা দেশে একাধিক ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিলেও তিনি প্রথম স্থান লাভ করেছে , পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই তার পরিবারের সকলেই খুবই গর্বিত , সেই সঙ্গে গোটা শিলিগুড়িবাসী ও গর্বিত , এই সাফল্য যেন বাংলার বুকে এক স্বর্ণ মুকুট আনার মত ।
জয়দীপের সাক্ষাৎকারে জানা যায় তিনি কিছুদিনের মধ্যেই জিওলজিক্যাল সার্ভার অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক বিভাগে যোগদান করতে চলেছে , এছাড়াও সৌভিক সাহা যিনি তালিকা ৭ নম্বর স্থানে রয়েছে, এই কৃতি ছাত্র কেও একই দিনে শুভেচ্ছা জানালো শিলিগুড়ি মেয়র ।
শিলিগুড়ির মেয়র জানান গবেষণার ক্ষেত্রে রাজ্য ততা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় ছাপ রাখতে চলেছে এই জয়দীপ রায়। তারই সাফল্যে গর্বিত গোটা উত্তরবঙ্গ একই সঙ্গে গর্বিত বঙ্গের মাটিও ।