
Valentine’s Day নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসা নিবেদন করবেন এই নিয়ে আনেকেই নানারকম চিন্তা ভাবনা নিজের মনে রাখেন । Valentine’s Day ১৪ ই ফেব্রুয়ারি পালিত এমন একটি দিন , যে দিন টিকে ভালোবাসার দিন বলে গণ্য করা হয়, Valentine’s Day এর দিনে সাধারণ উপহার, বিভিন্ন ধরনের কার্ড এবং উদারতার মাধ্যমে নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসা নিবেদন করে করা হয় ।
Table of Contents
ToggleHow to celebrate valentine’s day
এই দিন শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্যই গণ্য হয় এমন নয় , দাম্পত্তি জীবনের ভালোবাসার ক্ষেত্রেও এই Valentine’s Day খুবই গুরুত্বপূর্ণ , নিজের ভালোবাসার মানুষের জন্য বেশিরভাগ লোকেরা প্রায়ই আন্তরিক বার্তা, ফুল (বিশেষত গোলাপ), চকলেট বিনিময় করে , এমনকি তাদের সম্পর্ক উদযাপন করে ।
How to propose to girl to be your girlfriend on valentine’s day?
কি ভাবে আপনি আপনার বান্ধবী কে আপনার ভালোবাসার কথা জানাবেন ?
১.প্রথম ধাপ –
যে জায়গাতে আপনি আপনার বান্ধবীকে প্রথম দেখেছেন বা আপনার সঙ্গে প্রথম আলাপ সেই জায়গাতে আপনি আপনার বান্ধবীকে আসার জন্য বলবেন এবং উপযুক্ত জায়গাকে আপনার বান্ধবীর মনের মত করে সাজিয়ে তুলুন ,এবং তার কাছে কিছু তার স্মরণীয় মুহূর্তগুলি তুলে ধরুন ।
২. দ্বিতীয় ধাপ-
আপনার প্রিয় আপনার প্রিয়র ভাব ভঙ্গিমা দেখে আপনি বোঝার চেষ্টা করুন সে কি ইঙ্গিত দিচ্ছে , আপনার বিয়ে আপনার কাছে কতটা জরুরি বা প্রয়োজনীয় সেটি তাকে বোঝানোর চেষ্টা করুন , তাকে জানান আপনি কেন তাকে ভালবাসেন , কেন তার সাথে ভবিষ্যৎ জীবন কাটাতে চান ।
৩. তৃতীয় ধাপ
আপনি আপনার সাধ্যমত তাকে একটি উপহার দেন , এটি আবেগপ্রবণ কিছু হতে পারে যেমন নেকলেস তার পছন্দের কোন জিনিস
৪. চতুর্থ ধাপ
আপনি তাকে নিয়ে যদি কিছু ভালো কথা ভেবে থাকেন সেটি প্রেমের চিঠি হিসেবে তাকে দিতে পারেন যেটি আপনাকে একটি ভালো পথ দেখাবে , আপনার মনের ভিতর লুকিয়ে থাকা তার জন্য ভালোবাসার কথা একে তার কাছে প্রকাশ করার চেষ্টা করুন
৫.পঞ্চম ধাপ
Valentine’s Day তে কেন তাকে ভালোবাসার কথা বলার জন্য কেন ডেকেছেন সেই কথাগুলি তাকে বলার চেষ্টা করুন , Valentine’s Day সম্পর্কে তাকে বিভিন্ন কথা বলুন ।
৬.ষষ্ঠ ধাপ
যদি জিনিসগুলি পরিকল্পনা অনুসারে না যায় তবে শান্ত থাকুন! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার প্রতি আপনার অকৃত্রিম ভালবাসা প্রকাশ করুন ।