
Vidya Balan news:বলিউড জগতে বিভিন্ন তারকাদের মধ্যে বিদ্যা বালান , কি সবাই জানে , একটি অন্যতম খ্যাতনামা নায়িকা , হিন্দি সিনেমার পাশাপাশি তিনি বাংলা সিনেমাও করেন এবং বাংলা ভাষাও তিনি খুব ভালো বলতে পারেন , এমনকি তিনি নিজেও জানিয়েছেন বাঙালিদের বহু জিনিস পছন্দ তার । বিশ্বজুড়ে তার একাধিক ভক্ত রয়েছে ।
ব্যক্তিগত জীবনঃ
বলিউড জগতের এই নায়িকাকে ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদে তাকে ভূষিত করা হয় । তিনি প্রথমে বসবাস করতেন কেরল রাজ্যে । তার পিতার নাম পি আর বালান এবং মাতার নাম সরস্বতী বালান ।
তিনি নিজের ব্যাপারে প্রচারে খুব একটা আগ্রহী নয় । আগেও একাধিক সাক্ষাৎকারে নিজের এক জটিল রোগের কথা জানিয়েছেন নায়িকা। সম্প্রতি সমদিশ ভাটিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফের একবার মুখ খুললেন নিজের রোগ নিয়ে। সম্প্রতি সমদিশ ভাটিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফের একবার মুখ খুললেন নিজের রোগ নিয়ে।

তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রোগ বলতে শারীরিক রোগ নয় তিনি ১৩ বছর থেকে মনো রোগে ভুগছেন । এই কারণে তিনি বিভিন্ন মনোরোগ্য বিশেষজ্ঞের কাছ থেকে একাধিক বার পরামর্শ নিয়েছেন । সংবাদ সূত্র থেকে জানা যায় রোগটির নাম ওসিডি অর্থাৎ অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার। এটি এক ধরনের মানসিক অসুস্থতা।
তার আচার আচরণের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অতিরিক্ত ব্যাকুলতা এবং সবকিছু নিজের মতো পারফেক্ট না হওয়া এবং পরিতৃপ্ত ঘুম না হওয়া , যা এই রোগের একটি অন্যতম লক্ষণ বলে মনে হয়।
তার একাধিক ছবির মধ্যে ডাটি পিকচারটি অন্যতম ছবি যে ছবিতে তার জনপ্রিয়তার চরম পর্যায়ে পৌঁছেছিল । এই ছবিতে তাকে সিগারেট খেতে দেখা যায় । তারপর তিনি জানান সিগারেট তার একটি নেশাতেও পরিণত হয়েছিল । কিন্তু কিছুদিনের মধ্যেই সিগারেটের নেশা তিনি ত্যাগ করেন ।

এমনকি তুমি আরেকটি সাক্ষাৎকারে জানান খুব ইন্ডাস্ট্রিতে আসার পর তার চেহারা নিয়ে তাকে নানা রকমের কটাক্ষের শিকার হতে হয় । এমনকি চেহারা মোটা হওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নানা রকমের কু কোথাও শুনতে হয় ।
এছাড়াও তিনি সাক্ষাৎকারে জানান ডার্টি পিকচার ছবি প্রকাশিত হওয়ার পর তার মায়ের কথা মতো তিনি চিকিৎসকের পরামর্শ নেন । এবং সেই চিকিৎসা তিনি আজও চালিয়ে যাচ্ছেন । তবে সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সমস্যাকে মানসিক রোগ মনে করেন না তিনি। ছোট থেকে কটাক্ষের শিকার হতে হতে ভয় পেতে পেতে নিজের শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য হারিয়ে নানা রোগে আক্রান্ত নায়িকা।
তবে তিনি এটিও জানিয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি ভালো রয়েছেন ।