
সুখবর ! পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবার নিয়োগ করতে চলেছে পশ্চিম বঙ্গ সরকার। সম্প্রতি রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক বা আমিন পদে নিয়োগের (WB Land Dept. Clerk Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন , কত বেতন , শেষ তারিখ কবে সবটা জানতে পুরোটা পড়ুন ।
Table of Contents
Toggleপদ এবং শূন্যপদের সংখ্যা – WB Land Dept. Clerk Recruitment Vacancy
এই নিয়োগটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে। তবে আবেদন করতে পারবেন যে কোন জেলা থেকে । এখানে ক্লার্ক বা আমিন পদে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্যপদের সংখ্যা ৬০টি। আফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া আছে ।
কারা আবেদন করতে পারবে?
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এটি দারুণ একটি সুযোগ হতে চলেছে। আগ্রহী প্রার্থীরা ৩রা মার্চের মধ্যে এখানে আবেদন জানাতে পারবে। এখানে মোট কয়টি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোন দপ্তর থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে । এছাড়া প্রার্থীদের ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, কম্পিউটারে কাজের দক্ষতাও থাকতে হবে। তাহলেই এখানে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে দক্ষতা আব্যশিক নয় , তবে থাকলে আগ্রাধিকার পাবে ।
শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৬০টি।
বয়স সীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৬৪ বছর পর্যন্ত। তবে বয়স হিসাব করতে হবে ০১/০৩/২০২৫ তারিখ অনুযায়ী। নিজের বয়সের সঙ্গে যদি সামঞ্জ্যপুন হয় তবেই আবেদন করতে পারবেন ।
বেতন কত ?
জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিয়ম অনুযায়ী এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে
নিয়োগ পদ্ধতি
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আনুসারে, এখানে কোনরকম পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। প্রথমে আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই সরাসরি নিয়োগ করা হবে। পরে সফল হলে যোগ্য প্রার্থীদের নামের লিস্ট সংশ্লিষ্ট অফিসে টানানো হবে ।
তবে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কনফারেন্স হল রুমে, মুর্শিদাবাদে, এবং ইন্টারভিউ টি হবে ১২ই মার্চ, ২০২৫ সকাল ১১ টা থেকে
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আবেদন কীভাবে করবেন?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে অফলাইনে যে কোন সাইবার কেফে বা নিজের বাড়ি থেকে আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে। এরপর নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।
এই ঠিকানায় আবেদনপত্র পাঠান– District Land & Land Reforms Officer, Murshidabad, P.O.- Berhampore, P.S.- Berhampore Town, Murshidabad, PIN- 742101
শেষ তারিখ
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদনের শেষ তারিখ ৩রা মার্চ, ২০২৫।
তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিয়ে আসবেন। তবে আবারও জানিয়ে রাখি,এই পদে WB Land Dept. Clerk Recruitment 2025 ইন্টারভিউ হবে ১২ই মার্চ, ২০২৫ তারিখে।