HS Exam
HS Exam

WBCHSE : উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দিতে হচ্ছে হাজার টাকা জরিমানা

HS Exam
HS Exam

উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষার সামনেই  হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, শেষ হচ্ছে ১৪ই মার্চ । সবাই নিজের মতো করে প্রস্তুতি গড়ে তুলেছে।  তবে এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নথিভুক্তি নিয়ে জটিলতা রয়ে গেছে। দীর্ঘদিন সময় দেওয়া সত্ত্বেও অনেক স্কুল এখনো প্র্যাকটিকাল পরীক্ষার নাম্বার স্কুল শিক্ষা পোর্টালে আপলোড করতে পারেনি বা ভুল নাম্বার আপলোড করেছে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে । 

 

এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। WBCHSE জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করা না হলে প্রত্যেকটি পরীক্ষার্থী পিছু ১০০০ টাকা করে জরিমানা হবে । 

সময় দেওয়ার সত্বেও কাজ হয়নি

 

২০২৪ সালের ২রা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রথমবার পোর্টাল খুলে দেওয়া হয়েছিল প্রাক্টিক্যাল নাম্বার আপলোড করার জন্য। কিন্তু বহু স্কুল সময়ের মধ্যে নাম্বার আপলোড করতে পারেনি। এরপর জানুয়ারি মাসেও আরও ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি। সমস্যা রয়েই গেছে। অনেক স্কুল ভুল নাম্বার আপলোড করেছে বা নাম্বার আপলোডই করেনি।

এই পরিস্থিতিতে WBCHSE চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করার জন্য শেষবার পোর্টাল খুলে দেওয়া হবে। যেসব স্কুল এখনো নাম্বার আপলোড করেনি তাদের এই সময়সীমার মধ্যে আপলোড করতে হবে। যারা ভুল নাম্বার আপলোড করেছে তাদের নাম্বার সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হবে। তবে এবার নাম্বার আপলোড না হলে প্রত্যেক পরীক্ষার পিছু হাজার টাকা করে জরিমানা করা হবে। 

কড়া বার্তা WBCHSE এর থেকে 

WBCHSE-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সেক্রেটারি  প্রিয়দর্শনী মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ডিসেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয়বার পোর্টাল খোলা হয়েছে। বারবার নাম্বার আপলোডের সুযোগ দেওয়া হচ্ছে। তবুও অনেক স্কুল এই কাজ করছে না। এরপরে স্কুলকে আর কোনরকম ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারির মধ্যে নাম্বার আপলোড না করা হলে পরীক্ষার্থী প্রতি ১০০০ টাকা জরিমানা দিতে হবে।”

তিনি আরো বলেন, স্কুলের আর কোন অজুহাত শুনবে না । পরীক্ষার আর বেশি সময় নেই তাই স্কুল কে নির্দিষ্ট সময়ে মধ্যে সমস্ত পরীক্ষার সঠিক নাম্বার আপলোড করতে হবে। এবার যদি কোন স্কুল প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড না করতে পারে দায়ভার থাকবে স্কুলের উপর । 

 

পরীক্ষার্থীদের সুখবর

 

কিছুদিন আগে WBCHSE এর সেমিস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং যে সমস্ত পরীক্ষায় অংক সংক্রান্ত এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে । সমস্ত ধরনের প্রাকটিক্যাল পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহারে ছাড় দেওয়া হয় । 

বিভিন্ন ধরনের নিত্য নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে নিচে দেওয়া লিংকে আমাদেরকে সাথে যোগ দিন 

আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *