PSC
PSC

WBPSC FEO, AFO এবং অন্যান্য পোস্ট নিয়োগ 2024

PSC

WBPSC FEO, AFO এবং অন্যান্য পোস্ট নিয়োগ 2024 : বহু অপেক্ষার পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন  মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা/সহকারী মৎস্য কর্মকর্তা/সহকারী গবেষণা কর্মকর্তা/মৎস্য সুপারভাইজার/ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করেছে  ।

WBPSC ARO নিয়োগ 2024

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সম্প্রতি ফিশারিজ এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এবং ফিশারী সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগে 81 টি পদের জন্য একটি নির্দেশমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের  একটি  স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যে পদের জন্য আবেদন করা হয়েছে তার উপর নির্ভর করে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে হবে এবং বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে

জুনিয়র ফিশারী সার্ভিসেস গ্রেড-২ পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারী সায়েন্সে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের ফিশারিজ, অ্যাকুয়াকালচার, জলজ সম্পদ এবং ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের সময়সীমা :

আবেদন শুরু হবেঃ ২২ এপ্রিল ২০২৪

আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ  ১৩ ই মে ২০২৪

শূন্যপদঃ ৮১

পদের নামঃ Assistant Fishery Officer/ Assistant Research Officer/ Fishery Supervisor/ Assay Assistant 

ক্যাটাগরি শূন্যপদ

ক্যাটাগরি শূন্য পদ
সাধারণ ৩২
ওবিসি- এ
ওবিসি- বি
এস টি
এস সি ১৬
পি ডাবলু বি ডি
এ ডাবলু এস
এম এস পি
মোট ৮১
অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/
বয়স সীমা:

বয়সের – 20 থেকে 39 বছরের ( সাধারন এর জন্য ) 

WBPSC ARO নির্বাচন প্রক্রিয়া 2024ঃ

WBPSC ARO নিয়োগ 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়া  যে কয়টি ধাপে হবে  –

প্রাথমিক স্ক্রীনিং
মূল পরীক্ষা
সাক্ষাৎকার
ডকুমেন্ট ভেরিফিকেশন
মেডিকেল পরীক্ষা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *