
Weather Update:বৈশাখের চরম দাবদাহে জ্বলছে পুরো বাংলা।গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত তাপপ্রবাহ এর কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাচ্ছে না বলেই আবহাওয়া সূত্রে খবর।
আগামী বুধবার পর্যন্ত আটটি জেলায় বীরভূম,দুই বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, , বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জেলায় তীব্র তাপ প্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ।
বৃহস্পতিবার এবং শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, তবে স্বস্তি এতেই যে নতুন করে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই।
বঙ্গবাসী চাতক পাখির ন্যায় ঝড়বৃষ্টির অপেক্ষায় রয়েছে। সকাল থেকেই প্রখর রোদ। বেলা বাড়ার সাথে সাথে বেশ টের পাওয়া যাচ্ছে যে গরম ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে।
বেলা বাড়ার সাথেই বাড়ছে গরম হাওয়া, রাতে তীব্র ঘাম। সবমিলিয়ে এমন গরমের এই পরিস্থিতিতে নাজেহাল বঙ্গবাসী। কলকাতায়,রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। সোমবারও ছিল এপ্রিলের রেকর্ড গরমের দিন যা ইতিপূর্বে কখনো হয়নি।
কলকাতায় এপ্রিল মাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিন। ৪৪ বছর আগে ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায়। আর ২৯ এপ্রিল, সোমবার ফের তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে।
২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল কিন্তু ২০২৪ সালের এপ্রিলে সেটি বেড়ে হয়েছে মোট ৯ দিনের তাপপ্রবাহ।২০২৪ সালে এপ্রিলের তাপপ্রবাহ পূর্বের সেই সব রেকর্ড ভেঙে দিল ।
তবে এই দাবদাহের মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর স্বস্তির খবর শোনাল।আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী হাতে গোনা আর মাত্র ৬ দিনের অপেক্ষা। আগামী ৫মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে । প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে।
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্য দিকে, ৫ মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।সোমবার ও মঙ্গলবার এই বৃষ্টির পরিমান বাড়তে পারে।সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে , আগামী সপ্তাহে কিছুটা স্বস্তির সম্ভাবনা দিয়েছে। আট জেলায় তীব্র তাপ প্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার এবং শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহ জারি থাকবে, , বর্তমানে যে তাপ প্রবাহ চলছে তার থেকে বাড়ার সম্ভাবনা খুবই কম।
Table of Contents
Toggleকেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে, তাপমাত্রার কোন হেরফের থাকবে না আগামী পাঁচ দিন, সমানে চলবে এই তাপ প্রবাহ ।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৪.৪ ডিগ্রির কাছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। ১৯৮০ সালের পর থেকে এই তাপ মাত্রা যেন রেকর্ড করেছে ।
বৈশাখের চরম দহনে জ্বলছে বাংলা। সকাল ১১ টা যেন দুপুর ২ তাপমাত্রার সমান। বেলা বাড়ার সাথে সাথে পারদ ও বাড়ছে দিনে তাপ প্রবাহ, রাতে তীব্র ঘাম। সবমিলিয়ে গরমের এই পরিস্থিতিতে নাজেহাল বঙ্গবাসী।নেই কোন কালবৈশাখী ।
তবে হাওয়া জানিয়েছে ৩রা মে এর পর থেকে কিছু জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে । তবে সব জেলায় নয় কিছু জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর । বিশেষ করে কুচবিহার জলপাইগুড়ি কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।