
Weather report today: কিছুদিন আগেই সমগ্র উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে চলছিল অতিরিক্ত তাপ প্রবাহ । অনেকের মনে একটাই প্রশ্ন কালবৈশাখী কোথায় । অন্যান্য বছরগুলিতে এই সময়ে কালবৈশাখী দেখায় তাণ্ডব ।
তবে বুধবার থেকে কালবৈশাখীর জোরে দুদিন বৃষ্টিতে সমগ্র পশ্চিমবঙ্গে পারদ অনেকটাই কমেছে । আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দপ্তরের দাওয়া খবর অনুসারে আজ বৃহস্পতিবার সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
বেশিরভাগ জেলাতেই সারাদিন মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে । ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তবে এও জানান রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ।
কোন কোন জেলায় সতর্কবার্তা ?
শুক্রবার সন্ধ্যার দিকে তিন জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । কলকাতার আশেপাশে সকালে মেঘলা আকাশ ও তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হতে পারে । তবে আগামীকাল শুক্রবার কলকাতার আশেপাশে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আজ ৯ ই মে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম । সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম এবং বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বাড়ছে । আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৫% । আগামীকাল শুক্রবার ভারী বর্ষণের কারণে কলকাতা তাপমাত্রায় অনেকটাই কমবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর ।