Weather Updates
Weather Updates

Weather Today: আরও বাড়বে তাপমাত্রার, উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া

Weather Updates

Weather Updates: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , সমগ্র দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে এবং পারদ  চড়বে আরো । 

অতিরিক্ত তাপমাত্রার কারণে দহন জ্বলা শুরু হবে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। এমনকি কিছু জায়গায় লু প্রবাহ চলবে।

বায়ুতে সেভাবে জলীয় বাষ্পের পরিমাণ না থাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে  বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, চরম তাপপ্রবাহের  সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর।

তাপ প্রবাহ

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সূর্যের তাপে না যেতে। কলকাতার আশেপাশে সকাল থেকেই শুরু হয়েছে রোদ ঝলমল পরিষ্কার আকাশ আজও তাপমাত্রা অনেকটাই বাড়বে।

তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। আরও বাড়বে তাপমাত্রা। চলবে তাপপ্রবাহ; বেলা বাড়লে দুপুরের দিকে বইতে পারে লু,  গরম হাওয়ার দাপট বাড়বে। উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া ! আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।

summer

 আগামী ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বেড়ে ৪১ থেকে ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪৪ এর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।

আবহাওয়া সূত্রের খবর অনুসারে , আপাতত কলকাতার এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন।  ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে । 

Weather report
https://riversedgehealth.org/

উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বর্ষণ না হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে , এই বৃষ্টিপাত তাপমাত্রার উপর খুব বেশি প্রভাব ফেলবে না । উত্তরবঙ্গের ক্ষেত্রে  কালিম্পং,দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এই জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather report mbangla

অতিরিক্ত তাপমাত্রার কারণে সকলের কপালেই পড়েছে ভাঁজ । আবহাওয়া সূত্রের খবর অনুসারে আগামী সাতদিন অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রয়োজন ছাড়া সূর্যের প্রখর তাপে না বেরোনোর সতর্কতা দিয়েছে । 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *