গরমে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

পানীয় জল:এই গরমে প্রচুর পরিমাণে জল পান করতে হবে তা নাহলে শরীর ডিহাইড্রেড হয়ে যাবে।

ডাবের জল

ডাবের জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে বিদ্যমান থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা শরীরে জলের ঘাটতি পূরণ করে

পুরোটা পড়ুন

লেবু জল

গরমের সময় তৃষ্ণা মেটাতে অন্য কোনো কোমল পানীয় না খেয়ে, লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। লেবু জলে থাকে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে

আখের রস

আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী।

পুরোটা পড়ুন

পুদিনার শরবত

গরমে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

গরমে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

বেলের শরবত: এত গরমে আপনি প্রায় খেতে পারেন বেলের শরবত।বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুব কার্যকর। এছাড়াও বেলে রয়েছে বিটা-ক্যারোটিন