West Bengal Job
West Bengal Job

West Bengal Job: রাজ্য সরকারি হোস্টেলে চাকরির সুযোগ, যোগ্যতা মাধ্যমিক ও এইট পাস

West Bengal Job in Hostel: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজে রয়েছে তাদের জন্য রাজ্য সরকারের কর্মখালি হয়েছে বিরাট সুখবর , কেবলমাত্র অষ্টম পাস ও মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন । রাজ্য সংশ্লিষ্ট জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন অফিসের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে অষ্টম ও মাধ্যমিক পাশে একাধিক শূন্য পদ কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের এক জেলার দুটি জায়গায় অবস্থিত BJRCY বয়েজ হোস্টেলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আপনাদের আরো জানিয়ে রাখি রাজ্যের যেকোন প্রান্তের ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । 

West Bengal Job
West Bengal Job

চলুন জেনে নেওয়া যায় এই পদের জন্য কতজন কর্মী নিয়োগ করা হবে, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ,আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে , বিস্তারিত নিচে আলোচনা করা হলো।West Bengal  | আবেদন করার আগে অবশ্যই নিচে বিস্তারিত পড়ুন । 

কোন কোন পদে নিয়োগ হবে 

1.পদের নাম:

সংশ্লিষ্ট জেলার বয়েজ হোস্টেলে নিয়োগ প্রক্রিয়ায় প্রথম শূন্য পদের নাম হল সুপারিন্টেন্ডেন্ট পদ। এখানে মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।

মাসিক বেতন:

সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী মাসিক বেতন কাঠামো রয়েছে , নিচে দেওয়া বিজ্ঞপ্তিতে পুরো কাঠামো রয়েছে। এখানে নিয়োগ পত্র দেওয়ার পর চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা প্রদান করা হবে। চাকরিতে যোগদান করার পর মাসিক বেতনের সাথে সাথে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন । 

যোগ্যতা:

এই পদের জন্য আপনাকে আবেদন করতে যে কোনো বিষয়ে স্নাতক পাস  হতে হবে । 

2. পদের নাম:

সংশ্লিষ্ট জেলার বয়েজ হোস্টেলে নিয়োগ প্রক্রিয়ায় আরো শূন্য পদের রয়েছে সেটি হল কেয়ার টেকার পদ।

মোট শূন্যঃ

পদের সংখ্যা ২ টি

মাসিক বেতন:

কেয়ার টেকার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ৯,০০০ টাকা। বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতা:

কেয়ার টেকার পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে 

3.পদের নাম:

সংশ্লিষ্ট জেলার বয়েজ হোস্টেলে তৃতীয় শূন্য পদের নাম হল রাঁধুনি পদ। 

 শূন্য পদঃ

মোট সংখ্যা ০১ টি

মাসিক বেতন:

রাঁধুনি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ৭,০০০ টাকা। মাসিক বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতা:

রাঁধুনি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।

West Bengal Job in Hostel এর  আবেদন পদ্ধতি:

যে সমস্ত চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আগ্রহী তারা এই আবেদন করার আগেই নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন এবং ভালোভাবে পড়ুন। অফিসিয়াল নোটিফিকেশনে দাওয়াত তথ্য অনুসারে আপনাদের নিজেদের পছন্দ মত পদে এপ্লাই করুন।। আবেদন করার সময় আপনি আপনার নিজের নাম শিক্ষকতা যোগ্যতার নথিপত্র সব প্রদান করবেন। আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে https://recruitmentdd.in এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

West Bengal Job in Hostel এর নিয়োগ প্রক্রিয়া:

West Bengal Job  in hostel এর  আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে পদ অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করা হবে। তাই আপনার পছন্দের পদে কোন পদ্ধতিতে বাছাই করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন তারিখ: 

এই পদে (West Bengal Job ) সংশ্লিষ্ট জেলার বয়েজ হোস্টেলে একাধিক পদে  নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হল ২৭/০২/২০২৫ তারিখ পর্যন্ত। । নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিবেদনে নিচে দেওয়া রয়েছে।

West Bengal Job
#image_title

বিভিন্ন ধরনের নিত্য নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে নিচে দেওয়া লিংকে আমাদেরকে সাথে যোগ দিন 

আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here

সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই প্রতিবেদনটি একটি প্রকাশিত বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত রূপ,  এটি সাধারণত দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি বয়েজ হোস্টেলে নিয়োগ করা হবে। আপনারা সরাসরি প্রতিবেদনটি ডাউনলোড করে সেখানে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে পারেন । 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *